ভারতীয় বোর্ডের নির্দেশ মেনে আগেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এ বার সমাজমাধ্যম থেকেও মুস্তাফিজুরের ছবি সরিয়ে দিল।
শনিবার নিজেদের সিদ্ধান্ত জানানোর পরেই কেকেআরের সমাজমাধ্যমের ছবি ‘আপডেট’ করা হয়। সেখানে ২৫ জনের বদলে ২৪ জনের ছবি রয়েছে। ডিসেম্বরে নিলামে বাংলাদেশের পেসারকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল কেকেআর। নিলামে প্রতিটি দলই ২৫ ক্রিকেটারের ‘কোটা’ পূরণ করেছিল। কেকেআর প্রথম দল হিসাবে এই কাজ করেছিল। এ বার তাদের দল থেকে একজন ক্রিকেটার কমে গেল।
তাতে অবশ্য কেকেআরের অসুবিধা হওয়ার কথা নয়। বোর্ডের প্রতিশ্রুতি অনুযায়ী, নতুন ক্রিকেটার কেনার সুযোগ থাকছে কেকেআরের সামনে। জানা গিয়েছে, কেকেআর তা করবেও। অর্থাৎ নিলামে বিক্রি হননি, এমন কোনও দেশি বা বিদেশি ক্রিকেটার দলে নিতে পারে তারা।
শনিবার সকালে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া জানান, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজ়ি কেকেআর-কে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’’
নিয়ম অনুযায়ী, কেকেআরে কোনও আর্থিক ক্ষতি হবে না। প্রথমত, আইপিএল শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারকে। দ্বিতীয়ত, মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হচ্ছে সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে। যা কেকেআর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। শাহরুখের দল পুরো ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যবহার করতে পারবে পরিবর্ত ক্রিকেটার নেওয়ার জন্য।
বোর্ডের নির্দেশের প্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেন কেকেআর কর্তৃপক্ষ। শিরোনামে লেখা হয়, ‘‘কলকাতা নাইট রাইডার্স দলের আপডেট।’’ মূল বিবৃতিতে লেখা হয়, ‘‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে কলকাতা নাইট রাইডার্সকে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে।’’
আরও পড়ুন:
-
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ় অনিশ্চিত, মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার পর আরও বড় পদক্ষেপের পথে বিসিসিআই!
-
মুস্তাফিজুর নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানাল কেকেআর, বাংলাদেশি পেসারকে কেনার ৯.২০ কোটি টাকা দিয়ে কী করবেন শাহরুখ?
-
বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না! শাহরুখ খানের কেকেআরকে নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের
কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, বোর্ডের নির্দেশ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলারকে। ফলে কেকেআরের ক্রিকেটার সংখ্যা ২৫ থেকে কমে হল ২৪।