গত বছরটা ভারতীয় ক্রিকেটের পক্ষে খুব একটা ভাল যায়নি। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে দল। কিন্তু বেশ কিছু স্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ। রান তাড়া করতে নেমে বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ভারত। সেই ম্যাচে পাকিস্তানের বোলার হ্যারিস রউফকে গুরুত্বপূর্ণ সময়ে দু’টি ছক্কা মেরেছিলেন কোহলি। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে রউফ দাবি করলেন, কোহলি আর কোনও দিন তাঁকে ও ভাবে দু’টি ছক্কা মারতে পারবেন না।
পর পর দু’টি ছক্কা খেয়ে যে ভেঙে পড়েছিলেন, সেটা অস্বীকার করেননি রউফ। পাকিস্তানের জনপ্রিয় অনুষ্ঠান ‘হাসনা মনা হ্যায়’ অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তরে বলেছেন, “ছয় খাওয়ার পর খুবই খারাপ লেগেছিল। কিছু বলিনি, কিন্তু ভেতরে যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল। খুব খারাপ কিছু করে ফেলেছি বলে মনে হচ্ছিল।”
Haris Rauf about Virat Kohli #INDvSL #ViratKohli #Kohli #SuryakumarYadav #Rizwan #Malik #BabarAzam𓃵 #AhmadShahzad pic.twitter.com/KMchDHJjU2
— For no reason (@Ayaztanveer141) January 7, 2023
আরও পড়ুন:
তার পরেই রউফ জানান, কোহলি আর কোনও দিন হয়তো তাঁর বোলিংয়ে ও রকম শট মারতে পারবেন না। কারণ, ওই ধরনের শট ক্রিকেটে খুবই বিরল। রউফ বলেছেন, “যারাই ক্রিকেট সম্পর্কে জানে তারা বুঝতে পারবে কোহলি কী ধরনের ক্রিকেটার। ওই দিন শটটা মারতে পেরেছে ঠিকই। তবে আমার মনে হয় না আর কোনও দিন সেটা পারবে। ওই ধরনের শট মারা খুবই বিরল ব্যাপার। বার বার মারা যায় না। কোহলির টাইমিং নিখুঁত ছিল। তাই জন্যেই ওটা ছয় হয়ে গিয়েছে।”