Advertisement
E-Paper

২৫ বছরেই নতুন জীবনে পা অর্জুনের, বছরে কত টাকা আয় করেন সচিন-পুত্র, কত সম্পত্তি রয়েছে তাঁর?

মুম্বইয়ের শিল্পপতি পরিবারের মেয়ে সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান হয়েছে অর্জুন তেন্ডুলকরের। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন সচিন তেন্ডুলকরের ছেলে। কত আয় করেন ২৫ বছরের তরুণ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১২:০৪
Picture of Arjun Tendulkar

অর্জুন তেন্ডুলকর। —ফাইল চিত্র।

গত বুধবার সানিয়া চন্দোকের সঙ্গে বাগ্‌দান হয়েছে অর্জুন তেন্ডুলকরের। তার পর থেকে আলোচনার কেন্দ্রে সচিন তেন্ডুলকরের পুত্র। কিছু দিন পরই হয়তো অর্জুন-সানিয়ার বিয়ে হবে। ২৫ বছরের পেশাদার ক্রিকেটারের বার্ষিক আয় কত? আইপিএল থেকেই বা কত টাকা আয় করেন অর্জুন?

আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন অর্জুন। ২০২৩ সালে আইপিএলে তাঁর অভিষেক হয়। তবে মুম্বইয়ের রঞ্জি দলে নিয়মিত হতে না পেরে এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন বাঁহাতি অলরাউন্ডার। বাগদত্তা সানিয়া তাঁর থেকে বয়সে এক বছরের বড়।

২০২১ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য অর্জুন এখনও পর্যন্ত আইপিএল থেকে মোট আয় করেছেন ১ কোটি ৪০ লাখ টাকা। ২০২১ সালে তাঁকে ২০ লাখ টাকায় কেনেন মুম্বই কর্তৃপক্ষ। ২০২৩ সাল থেকে তিনি পাচ্ছেন ৩০ লাখ টাকা করে। আইপিএল ছাড়া গোয়ার হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলেন অর্জুন। ঘরোয়া ক্রিকেট খেলে তিনি বছরে আয় করেন ১০ লাখ টাকা মতো। অর্থাৎ ক্রিকেট থেকে এখন তাঁর বার্ষিক আয় ৪০ লাখ টাকার কাছাকাছি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্জুন মোট ২২ কোটি টাকা সম্পদের মালিক। যার একটা বড় অংশ তিনি পেয়েছেন পারিবারিক সূত্রে।

অর্জুনের নিজের কোনও বাড়ি নেই। ২০০৭ সালে সচিনের কেনা মুম্বই ম্যানসনেই পরিবারের সকলের সঙ্গে থাকেন। ৩৯ কোটি টাকার বাড়ির মালিক সচিনই। তবে ছোট থেকেই বৈভবের মধ্যে বড় হয়েছেন অর্জুন। সচিন-পুত্রের জীবনযাপনের সঙ্গে তাঁর আয়ের সঙ্গতি খুঁজতে যাওয়া ঠিক হবে না।

অর্জুন এখনও পর্যন্ত ১৭টা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৩৭টা উইকেট। রয়েছে একটা শতরান এবং দুটো অর্ধশতরান-সহ ৫৩২ রান। এ ছাড়া ১৮টা ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ এবং ২৪টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলে এখনও পর্যন্ত ৫টা ম্যাচ খেলে পেয়েছেন ৩টে উইকেট।

Arjun Tendulkar Income Net Worth Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy