Advertisement
২১ মার্চ ২০২৩
ICC

Women’s World Cup 2022: মেয়েদের বিশ্বকাপের পুরস্কার মূল্য দ্বিগুণ, প্রতি ম্যাচ জিতলে কত টাকা পাবেন মিতালিরা

৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে মেয়েদের টি২০ বিশ্বকাপ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। গ্রুপ পর্যায়ে আটটি দলের মধ্যে মোট ২৮টি ম্যাচ খেলা হবে। রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলাগুলি (প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে)। পয়েন্ট তালিকায় থাকা প্রথম চার দল যাবে সেমিফাইনালে।   

গত বার বিশ্বকাপের ফাইনালে উঠে হারেন মিতালিরা

গত বার বিশ্বকাপের ফাইনালে উঠে হারেন মিতালিরা ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৮
Share: Save:

মেয়েদের বিশ্বকাপের পুরস্কার মূল্য দ্বিগুণ বাড়াল আইসিসি। অর্থাৎ গত বার বিশ্বকাপজয়ী দল যে টাকা পেয়েছিল এ বার তার দ্বিগুণ টাকা দেওয়া হবে। আইসিসি-র তরফে জানানো হয়েছে, এ বছর যে দল বিশ্বকাপ জিতবে তারা ১৩ লক্ষ ২০ হাজার ডলার পুরস্কার মূল্য হিসাবে পাবে। ফাইনালের পরাজিত দল পাবে ৬ লক্ষ ডলার।

Advertisement

বিশ্বকাপের সার্বিক পুরস্কার মূল্যও ৭৫ শতাংশ বেড়েছে। আইসিসির তরফে জানানো হয়েছে, মোট ৩৫ লক্ষ ডলারের মধ্যে থেকে আটটি দল টাকা পাবে, যা আগের বারের থেকে ১৫ লক্ষ ডলার বেশি। ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে পরাজিত হওয়ার পরে পুরস্কার মূল্য হিসাবে যে টাকা মিতালি রাজরা পেয়েছিল এ বার তার থেকে ২ লক্ষ ৭০ হাজার ডলার বেশি দেওয়া হবে রানার্স দলকে।

আইসিসি জানিয়েছে, সেমিফাইনালে হেরে যাওয়া দু’টি দল ৩ লক্ষ ডলার করে পাবে। গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়া চারটি দল মোট ৭০ হাজার ডলার পাবে, যা গত বারের থেকে ৩০ হাজার ডলার বেশি। এমনকি গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি ২৫ হাজার ডলার করে পাবে। তার জন্য মোট ৭ লক্ষ ডলার বরাদ্দ করা হয়েছে।

৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে মেয়েদের টি২০ বিশ্বকাপ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। গ্রুপ পর্যায়ে আটটি দলের মধ্যে মোট ২৮টি ম্যাচ খেলা হবে। রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলাগুলি (প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে)। পয়েন্ট তালিকায় থাকা প্রথম চার দল যাবে সেমিফাইনালে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.