Advertisement
২৪ এপ্রিল ২০২৪
shahid afridi

India vs England: ভুবনেশ্বরদের বোলিংয়ে মুগ্ধ, ভারতের হাতে বিশ্বকাপ দেখছেন প্রাক্তন পাক ক্রিকেটার

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ আফ্রিদি। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও ট্রফি জয়ের অন্যতম দাবিদার রোহিতরা।

রোহিতের নেতৃত্বে দুরন্ত ছন্দে ভারত।

রোহিতের নেতৃত্বে দুরন্ত ছন্দে ভারত। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৫:১২
Share: Save:

ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতা দূরে সরিয়ে রেখে রোহিত শর্মার দলের প্রশংসায় শাহিদ আফ্রিদি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে তিনি রোহিত শর্মাদের অন্যতম দাবিদার হিসাবেই দেখছেন।

প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচেই জস বাটলারদের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেও বড় রান তুলতে পারেননি রোহিতরা। তাও দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছেন তাঁরা। ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাদের বোলিংয়ের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে ভুবনেশ্বরের সুইং দেখে মুগ্ধ আফ্রিদি।

ভারত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করার পর আইসিসি একটি টুইট করে। আফ্রিদি তাতেই রি-টুইট করে লিখেছেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। যোগ্য দল হিসাবেই সিরিজ জিতেছে। ওদের বোলারদের পারফরম্যান্স অনবদ্য। ওরা নিশ্চিত ভাবেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার।’ ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার ভারসাম্য দুর্দান্ত বলেই মনে করেন আফ্রিদি।

২০ ওভারের বিশ্বকাপের আগে হাতে সময় থাকায় আরও পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইছেন রাহুল দ্রাবিড়রা। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচিত করতে চাইছেন। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই মনে করছেন, আইপিএলের পর ভারতের বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লড়াই অনেক কঠিন হয়ে গিয়েছে। সেরা দল নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারলে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ থাকবে ভারতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE