কয়েক দিন আগে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন শ্রেয়স আয়ার। বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে রানও পেয়েছেন। অধিনায়ক শুভমন গিলের অফ ফর্মের সময় সহ-অধিনায়কের ফর্ম ভরসা দিচ্ছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। আর একটু হলেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে বড় বিপদে পড়তেন শ্রেয়স।
বিমানবন্দরে কুকুরের কামড় খাচ্ছিলেন শ্রেয়স। বিজয় হজারে ট্রফি খেলে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রেয়স। বডোদরা বিমানবন্দরে গাড়িতে ওঠার সময় একটি ছোট মেয়ে শ্রেয়সের সই চায়। তাকে সই দেওয়ার পর আর এক ভক্ত এগিয়ে আসেন। সেই ভক্তের কোলে ছিল তাঁর পোষ্যটি। তিনি শ্রেয়সকে বলেন, ‘‘আপনার ভক্ত আপনাকে দেখতে এসেছে। কুকুর শ্রেয়সের প্রিয়। ক্রিকেটারের বাড়িতেও কুকুর রয়েছে। শ্রেয়স সাদা পোষ্যটিকে আদর করতে যান। তবে সে নিজের প্রভুর মতো ভক্তি দেখায়নি শ্রেয়সের প্রতি। শ্রেয়স আদর করতে গেলে, তাঁর হাতে কামড়াতে যায় সে। বিপদ অবশ্য কিছু হয়নি। সময় মতো হাত সরিয়ে নেওয়ায় রক্ষা পেয়েছেন শ্রেয়স। ওই ভক্তও সঙ্গে সঙ্গে কুকুরটিকে নিয়ে পিছনে সরে যান। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ায় চোট পাওয়ার আড়াই মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন শ্রেয়স। কুকুরটি কামড়ে দিলে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগে বড় বিপদ হতে পারত শ্রেয়সের।