বুধবার গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে হেরে গেল ভারত। সিরিজ়ে হারতে হয়েছে তো বটেই। একাধিক লজ্জার নজিরও গড়েছে ভারতীয় দল। তার মধ্যে অন্যতম, রানের নিরিখে সর্বোচ্চ ব্যবধানে হারতে হল ভারতকে। এ দিন দ্বিতীয় ইনিংসে ৬৩.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে গেল ভারত।
গুয়াহাটি টেস্টে ভারতের সামনে লক্ষ্য ছিল ৫৪৯ রানের। ভারত হেরেছে ৪০৮ রানে। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে এটাই ভারতের সর্বোচ্চ ব্যবধানে হার। আগের রেকর্ডটি ছিল ২০০৪ সালের। সে বার নাগপুরে অস্ট্রেলিয়ার কাছে ৩৪২ রানে হেরেছিল তারা। জেসন গিলেসপি এবং গ্লেন ম্যাকগ্রার বোলিংয়ের সামনে দুই ইনিংসেই গুটিয়ে গিয়েছিল ভারত।
তার দু’বছর পর, করাচিতে পাকিস্তানের কাছে ৩৪১ রানে হেরেছিল ভারত। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৪৫-এর জবাবে ভারত তুলেছিল ২৩৮। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান তোলে ৫৯৯/৭। ভারত অলআউট হয়ে যায় ২৬৫ রানে।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের স্কোরকার্ড।
পরের বছর, ২০০৭-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট ৩৩৭ রানে হেরেছিল ভারত। ২০১৭-য় সেই অস্ট্রেলিয়ার কাছেই পুনেতে ৩৩৩ রানে হেরেছিল ভারত। তবে সব ছাপিয়ে গেল বুধবারের হার। দক্ষিণ আফ্রিকার হাতে যে ভাবে বিধ্বস্ত হল ভারতীয় দল তা মিটতে অনেকটাই সময় লাগবে।
শুধু এটাই নয়, আরও কিছু লজ্জার নজির গড়েছে ভারত। পর পর দু’বছর ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ় হারার ঘটনা এই নিয়ে মাত্র তৃতীয় বার হল। তার মধ্যে ২০১২-২০২৪, টানা ১২ বছর ভারত ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ় হারেনি।
আরও পড়ুন:
২৫ বছর পর প্রথম বার দুই মরসুম মিলিয়ে পাঁচটি টেস্টে হারল ভারত। গত বছর তারা নিউ জ়িল্যান্ডের কাছে তিনটি টেস্টেই হেরেছিল। এ ছাড়া, ৬৬ বছর পর সাত মাসের ব্যবধানে ভারত দেশের মাটিতে পাঁচটি টেস্টে হারল।