মহিলাদের এক দিনের বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও একে অপরের বিরুদ্ধে খেলবে ভারত এবং পাকিস্তান। দু’দলের সেটিই প্রথম ম্যাচ। খেলা হবে এজবাস্টনে। বুধবার আনুষ্ঠানিক সূচি প্রকাশ করে জানিয়েছে আইসিসি।
পরের বছরের ১২ জুন থেকে ৫ জুলাই চলবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতা হবে ইংল্যান্ডে। সে দেশের হ্যাম্পশায়ার বোল, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড, ওভাল, ব্রিস্টল এবং লর্ডসে ম্যাচগুলি হবে। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ জুন। ১২ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’টি গ্রুপ থাকছে। প্রতিটি গ্রুপে ছ’টি করে দল। ভারত রয়েছে গ্রুপ ১-এ। পাকিস্তান ছাড়াও সেই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দু’টি যোগ্যতা অর্জনকারী দল। গ্রুপ ২-এ রয়েছে নিউ জ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং দু’টি যোগ্যতা অর্জনকারী দল। প্রতিটি দল নিজেদের মধ্যে এক বার করে খেলবে। প্রতিটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দল যাবে সেমিফাইনালে।
আরও পড়ুন:
পাকিস্তানের পর ১৭ জুন হেডিংলেতে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে ভারত। ২১ জুন ওল্ড ট্র্যাফোর্ডে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একই মাঠে ২৫ জুন দ্বিতীয় যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে ম্যাচ। ২৮ জুন লর্ডসে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট শিভার ব্রান্ট বলেছেন, “বিশ্বকাপে খেলা সব সময়েই আলাদা অনুভূতির। তবে এই বিশ্বকাপটা অন্য রকম হতে চলেছে। মহিলাদের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিতে এই খেলা। ঘরের মাঠে খেলার সুযোগ পাব আমরা।”