এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় দল নিয়ে নানা কাটাছেঁড়া চলছে। তার মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ঘড়ি। দল ঘোষণা করার জন্য প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে সাংবাদিক বৈঠকে একটি বিশেষ ঘড়ি পরে এসেছিলেন সূর্যকুমার।
সূর্যকুমার গেরুয়া রঙের যে ঘড়িটি পরেছিলেন, তার দাম ৩৪ লক্ষ টাকা। জেকব অ্যান্ড কোম্পানির তৈরি বিশেষ ‘রাম জন্মভূমি টাইটানিয়াম এডিশন’। কয়েকটি বিশেষত্ব রয়েছে ঘড়িটির। ভারতীয় বাজারের কথা মাথায় রেখে পুরুষদের জন্য তৈরি করা হয়েছে ঘড়িটি। ১০০ শতাংশ ওয়াটার প্রুফ এই ঘড়ি তৈরি করা হয়েছে সীমিত সংখ্যক। সুইৎজারল্যান্ডের সংস্থার তৈরি ঘড়িটির ডায়ালে নিখুঁত কারুকাজ রয়েছে। খোদাই করা রয়েছে অযোধ্যার রামমন্দির এবং রামের ছবি। খোদাই করা রয়েছে নানা তথ্যও। ভারতের ইতিহাস এবং তার তাৎপর্যতে তুলে ধরা হয়েছে ঘড়ির ডায়ালে। স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কের কব্জিতে থাকা ঘড়ি। প্রকাশ পেয়েছে রামের প্রতি সূর্যকুমারের ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস।
আরও পড়ুন:
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। গত বারের চ্যাম্পিয়ন ভারত। স্বভাবতই অধিনায়ক সূর্যকুমারের প্রধান চ্যালেঞ্জ হবে খেতাব ধরে রাখা।