Advertisement
১৬ এপ্রিল ২০২৪
India U19

India U 19: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে করোনা সংক্রমণ, অধিনায়ক-সহ আক্রান্ত ছ’জন

আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ছয় ক্রিকেটারকে বাদ দিয়েই খেলতে নেমেছে ভারত।

ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ২২:৩২
Share: Save:

এ বার করোনার থাবা ছোটদের বিশ্বকাপে। ভারতের অধিনায়ক যশ ধুল-সহ ছয় জন ক্রিকেটার করোনা আক্রান্ত। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এমনটাই জানিয়েছে বিসিসিআই।

ভারতের সেই ছয় ক্রিকেটার আপাতত নিভৃতবাসে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ যদিও থেমে থাকেনি। ওই ছয় ক্রিকেটারকে বাদ দিয়েই মাঠে নামে ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৭ রান তুলেছে তারা। যে ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন তাঁরা হলেন, যশ ধুল, সিদ্ধার্থ যাদব, মানব পারেখ, বাসু বতস, আরাধ্য যাদব এবং এসকে রশিদ।

এঁদের মধ্যে মানব এবং বাসুর অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এলেও, তাঁদের উপসর্গ রয়েছে। বাকি চার ক্রিকেটারের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বোর্ডের তরফে সচিব জয় শাহ জানিয়েছেন এই ছয় ক্রিকেটারকে নিভৃতবাসে রাখা হয়েছে। বোর্ডের চিকিৎসক দল তাঁদের দেখছে। দলের বাকি সকলের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India U19 U19 World Cup Team India Yash Dhull
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE