প্রথম এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপুল রান তাড়া করতে গিয়ে অর্ধশতরান করে আউট হয়ে গেলেও, বুধবার নতুন নজির গড়লেন বিরাট কোহলী। বিদেশের মাটিতে এক দিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রান করলেন তিনি। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। বুধবার পার্লের বোল্যান্ড পার্কে প্রথম একদিনের ম্যাচে এই নজির গড়েন কোহলী।
এক দিনের ফরম্যাটে বিদেশের মাটিতে এতদিন পর্যন্ত সব থেকে বেশি রান ছিল সচিনের। ১৪৭ ম্যাচে ৫০৬৫ রান করেছিলেন সচিন। তাঁর থেকে ১১ রান কম ছিল কোহলীর। বুধবার সেই রান অনায়াসে পেরিয়ে যান তিনি। এই মুহূর্তে বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে ১০৮ ম্যাচে ৫১০৫ রান করেছেন কোহলী।