ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজই হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে। এমনই জানা গেল বুধবার। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ইডেন গার্ডেন্সে। ঘটনাচক্রে যা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরের মাঠ। অন্যদিকে এক দিনের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আমদাবাদে, যা বোর্ড সচিব জয় শাহের ঘরের মাঠ।
তবে করোনা সংক্রমণ এখনও কমেনি। সেই নিয়ে চিন্তা রয়েছে। পশ্চিমবঙ্গে সেই সময় করোনা সংক্রমণ কোন পর্যায় থাকবে সেই দিকটাও মাথায় রাখতে হবে ম্যাচ আয়োজন করতে গেলে। বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত সিরিজ নিয়ে কোনও মাঠের কথাই সরকারি ভাবে জানানো হয়নি।
আগামী মাসেই ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে এ দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিটি ম্যাচই আলাদা আলাদা মাঠে হওয়ার কথা ছিল। ঠিক ছিল, এক দিনের সিরিজের ম্যাচগুলি হবে আমদাবাদ, জয়পুর এবং কলকাতায়। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হবে কটক, বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপুরমে।