আইসিসি-র টেস্ট ব্যাটারের ক্রমতালিকায় পতন হল রোহিত শর্মার। তবে উত্থান হল বিরাট কোহলীর। এক ধাপ নেমে ছয়ে এলেন রোহিত। অন্যদিকে দুই ধাপ উঠে সাত নম্বরে রয়েছেন কোহলী। ব্যাটারদের তালিকায় অনেকটাই উত্থান হয়েছে উইকেটকিপার ঋষভ পন্থের। ১০ ধাপ উঠে ভারতের উইকেটকিপার ১৪ নম্বরে এসেছেন। কেপ টাউনে ৬ উইকেট নেওয়ার পর যশপ্রীত বুমরাও বোলারদের তালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন।
আইসিসি-র এই ক্রমতালিকায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কেপ টাউন টেস্টের ফলাফলও ধরা হয়েছে। সেখানে ভারতকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ এবং সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচ এবং সিরিজ সেরা ক্রিকেটার কিগান পিটারসেন ৬৮ ধাপ উপরে উঠে ৩৩ নম্বরে রয়েছেন। সিরিজে সর্বোচ্চ রানও ছিল তাঁর। দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার তেম্বা বাভুমা এবং রাসি ভ্যান ডার ডুসেন যথাক্রমে ২৮ এবং ৪৩তম স্থানে রয়েছেন।