অ্যাশেজ সিরিজ হেরে যাওয়ার পরেও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে উল্লাস করতে দেখা যায় ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও জোরে বোলার জেমস অ্যান্ডারসনকে। এই ঘটনা সামনে আসতেই দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইসিবি-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সোমবার ভোরে হোবার্টের একটি হোটেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস করতে দেখা গিয়েছে। হোটেল কর্তৃপক্ষ অন্য অতিথিদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশে খবর দেন। হস্তক্ষেপ করতে হয় পুলিশকে’।