Advertisement
০৪ জুন ২০২৪
Yuzvendra Chahal

India vs England 2022: পেসারদের পিচে কী ভাবে আসবে সাফল্য? রহস্য ফাঁস করলেন চহাল

ইংল্যান্ডের মাটিতে স্পিনারদের বল করা কঠিন। সেই মাঠেই সাফল্য পাচ্ছেন চহাল। কী পরিকল্পনা নিয়ে বল করেন জানালেন নিজেই।

ইংল্যান্ডের বিরুদ্ধে সফল স্পিনার চহাল।

ইংল্যান্ডের বিরুদ্ধে সফল স্পিনার চহাল। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৭:৫৫
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার দু’উইকেট নেন যুজবেন্দ্র চহাল। সেই সাফল্যের পিছনে রয়েছে কঠিন অনুশীলন। সতীর্থদের বল করে জানতে চাইতেন তাঁর বলে সুইপ করা সম্ভব কি না।

ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে সুইপ অথবা রিভার্স সুইপ মারার চেষ্টা করেন। সঠিক লেংথে বল করে ব্যাটারদের সেই অস্ত্রই ভোঁতা করে দিতে চেয়েছিলেন চহাল। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে সফল তিনি। দু’টি ম্যাচে দু’টি করে উইকেট নিয়েছেন চহাল। তিনি বলেন, ‘‘নেটে যখন আমি বল করি, সেই সময় ব্যাটারদের বলে দিই কোথায় কোথায় ফিল্ডার আছে। প্রতি বলে জিজ্ঞেস করি সুইপ করতে পারছে কি না।’’

শনিবার যদিও দ্বিতীয় উইকেটটির সময় লেংথ ভুল করেছিলেন চহাল। দাউইদ মালানের লেগ স্টাম্পে ফুল টস বল করেন তিনি। হ্যারি ব্রুককে আউট করার সময় ধীর গতিতে বল করেন চহাল। তিনি বলেন, ‘‘ফুল লেংথে বল করতে আমাকে সোজা চার মেরে দিয়েছিল। মন্থর গতিতে লেগ স্পিন করলাম। সেই সঙ্গে হওয়া কিছুটা সাহায্য করেছে আমাকে।’’

ভারত ৪৯ রানে ম্যাচ জেতে। রবিবার শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। সেই ম্যাচের আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE