তিনি অস্থায়ী অধিনায়ক। কিন্তু বিরাট কোহলী অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে ভারতীয় ক্রিকেট যে সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে, তার শুরুটা হয়েছে লোকেশ রাহুলের হাত ধরে। রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ০-৩ হারতে হয়েছে ভারতকে। এর পর সাদা বলের ক্রিকেটে পাকাপাকি ভাবে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এই ভরাডুবি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কী করতে হবে, সেটা রোহিতকে বলে দিলেন রাহুল।
রবিবার শেষ এক দিনের ম্যাচে চার রানে হারার পর রাহুল বলেন, ‘‘আমি অনেক দিন ধরে এই দলটার অংশ। ফলে ছেলেদের ক্রিকেটের প্রতি ভালবাসা কতটা সেটা জানি। মাঠে নেমে আমরা সবাই কতটা দিই, সেটাও জানি। এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু দক্ষতা বা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে ভুল করে ফেলেছি। বিশেষ করে এক দিনের সিরিজে আমরা এক ভুল বারবার করে গিয়েছি। এ বার নিজেদের মধ্যে কিছু কড়া আলোচনা দরকার।’’