Advertisement
E-Paper

দল থেকে বাদ পড়ে ফিটনেসের প্রমাণ দিচ্ছেন সমাজমাধ্যমে! ‘অবাধ্য’ পৃথ্বীর নতুন বার্তা

সমাজমাধ্যমে জিমের ভিডিয়ো পোস্ট করেছেন পৃথ্বী। সেখানে তাঁকে সাইক্লিং করতে দেখা যাচ্ছে। গায়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসের জার্সি। যদিও সেই দল তাঁকে আর রাখেনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭
Prithvi Shaw

পৃথ্বী শ। —ফাইল চিত্র।

আইপিএলে দল পাননি পৃথ্বী শ। বাদ পড়েছেন মুম্বই দল থেকেও। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। তাই সমাজমাধ্যমেই নিজের ফিটনেসের প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন তিনি। তাতে যদিও কোনও দলে তাঁর ফেরার সম্ভাবনা তৈরি হওয়া কঠিন।

সমাজমাধ্যমে জিমের ভিডিয়ো পোস্ট করেছেন পৃথ্বী। সেখানে তাঁকে সাইক্লিং করতে দেখা যাচ্ছে। গায়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসের জার্সি। যদিও সেই দল তাঁকে আর রাখেনি। আইপিএলের নিলামের আগে পৃথ্বীকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে তাঁকে কেনেনি তারা। অন্য কোনও দলও পৃথ্বীকে কেনেনি। অবিক্রিত থেকে যান ভারতীয় ব্যাটার।

পৃথ্বীর প্রধান সমস্যা তাঁর ফিটনেস। কিছু দিন আগে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা পৃথ্বীর ফিটনেস নিয়ে বলেছিলেন। বিজয় হজারের দল থেকে বাদ দেওয়া হয়েছিল মুম্বইয়ের ওপেনারকে। মুম্বইয়ের অইর কর্তা বলেছিলেন, “সৈয়দ মুস্তাক আলিতে ১০ জন ফিল্ডারে খেলতে হত আমাদের। পৃথ্বীকে জোর করে লুকিয়ে রাখতাম। বল ওর পাশ দিয়ে গেলেও ধরতে পারত না। ব্যাটিংয়ের সময়েও দেখতাম কী ভাবে বলের কাছে পৌঁছতে ওর সমস্যা হচ্ছে। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং হাবভাব খুব খারাপ। কোনও ক্রিকেটারের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল।”

দল থেকে বাদ পড়ার পর মাঝেমধ্যেই পোস্ট করেন পৃথ্বী। বিজয় হজারের দলে জায়গা না পেয়ে সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘হে ঈশ্বর, আমায় আর কী দেখতে হবে! ৬৫টি ইনিংসে আমার রান ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। তা-ও আমি যথেষ্ট ভাল নই? তবু আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি, অন্যেরাও আমাকে বিশ্বাস করেন। আমি নিশ্চিত ভাবে ফিরে আসব।’’ তবে এমসিএ কর্তা বলেছেন, “এ ধরনের পোস্টে নির্বাচকদের কারও কিছু যাবে-আসবে না।”

Prithvi Shaw Delhi Capitals Mumbai Cricket IPL 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy