স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভাল খেলেছেন তিনি। তার ফলও পেয়েছেন শুভমন। আইসিসি ক্রমতালিকায় উপরে উঠেছেন তিনি। নামতে হয়েছে বিরাট কোহলিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছেন শুভমন। তিন ম্যাচে ২৫৯ রান করেছেন। ভাল খেলায় পয়েন্ট বেড়েছে তাঁর। বুধবার প্রকাশিত এক দিনের ক্রিকেটে আইসিসির ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৭৮১। শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজ়ম। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৬। অর্থাৎ, বাবরের থেকে ৫ রেটিং পয়েন্ট কম শুভমনের।
আরও পড়ুন:
পুরনো ক্রমতালিকায় চার নম্বরে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। মাত্র ৫ রান করে আউট হয়েছেন। তৃতীয় ম্যাচে অর্ধশতরান করলেও ক্রমতালিকার হিসাব তার আগেই হয়ে গিয়েছে। চার থেকে ছ’নম্বরে নেমেছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭২৮।
রোহিত শর্মা আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন। তার পরেও এক দিনের ক্রমতালিকায় নেমেছেন তিনি। রোহিত ছিলেন দ্বিতীয় স্থানে। তিনি তৃতীয় স্থানে নেমেছেন। তাঁর জায়গাতেই উঠেছেন শুভমন। রোহিতের রেটিং পয়েন্ট ৭৭৩। প্রথম দশ ব্যাটারের মধ্যে আরও এক ভারতীয় রয়েছেন। ১০ নম্বরে উঠেছেন শ্রেয়স আয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচেই ভাল রান করেছেন তিনি। ফলে উন্নতি হয়েছে তাঁর। শ্রেয়সের রেটিং পয়েন্ট ৬৬৯।