Advertisement
E-Paper

রাঁচীতে খেলতে নেমে রেকর্ড রোহিত-কোহলির, ভেঙে গেল সচিন-দ্রাবিড়ের নজির, আফ্রিদির ছক্কার বিশ্বরেকর্ডও ভাঙলেন শর্মা

ভারতের হয়ে দীর্ঘ দিন একসঙ্গে ক্রিকেট খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৫:৩৭
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। ছবি: পিটিআই।

রাঁচীতে ভারতের প্রথম একাদশে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম ঘোষণার পরেই রেকর্ড গড়লেন তাঁরা। ভারতীয় ব্যাটারদের মধ্যে সব ফরম্যাট মিলিয়ে একসঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন দু’জনে। আগে এই রেকর্ড সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় জুটির দখলে ছিল। তাঁদের রেকর্ড ভেঙেছেন ‘রো-কো’।

রাঁচীতে নিজের ৩০৬তম এক দিনের ম্যাচ খেলছেন কোহলি। রোহিত খেলছেন নিজের ২৭৭তম ম্যাচ। দু’জনে মিলে একসঙ্গে সব ফরম্যাট মিলিয়ে ৩৯২ ম্যাচ খেলেছেন। সচিন ও দ্রাবিড় ১৯৯৬ থেকে ২৯১২ সালের মধ্যে সব ফরম্যাট মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলেছিলেন। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গিয়েছে।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায় জুটি। দু’জনে মিলে একসঙ্গে ৩৬৯ ম্যাচ খেলেছেন। সচিন ও অনিল কুম্বলে জুটি একসঙ্গে খেলেছেন ৩৬৭ ম্যাচ। সচিন ও সৌরভ ভারতের হয়ে একসঙ্গে ৩৪১ ম্যাচ খেলেছেন। ছ’নম্বরে রয়েছেন কোহলি ও রবীন্দ্র জাডেজা। ভারতের হয়ে তাঁরা একসঙ্গে ৩০৯ ম্যাচ খেলেছেন।

রোহিত ও কোহলি একসঙ্গে ভারতের হয়ে ৬০ টেস্ট, ২২৬ এক দিনের ম্যাচ ও ১০৬ টি-টোয়েন্টি খেলেছেন। এখন আর টি-টোয়েন্টি ও টেস্ট খেলেন না রোহিত, কোহলি। ফলে শুধুমাত্র এক দিনের ম্যাচেই একসঙ্গে খেলতে দেখা যাবে দু’জনকে।

রাঁচীতে তিন ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন রোহিত। এক দিনের ক্রিকেটে এখন তাঁর ছক্কার সংখ্যা ৩৫২। এত দিন এই রেকর্ড ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। এক দিনের ক্রিকেটে ৩৫১ ছক্কা মেরেছেন তিনি। সেই রেকর্ড এ দিন ভেঙে গেল।

আফ্রিদি ৩৯৮ এক দিনের ম্যাচ খেলে ৩৫১ ছক্কা মেরেছিলেন। রোহিত সেখানে ২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছক্কা মেরেছেন। অর্থাৎ, আফ্রিদির থেকে ১২১ ম্যাচ কম খেলে তাঁকে টপকে গিয়েছেন রোহিত। তালিকার তিন নম্বরে রয়েছেন ক্রিস গেল। ৩০১ ম্যাচে ৩৩১ ছক্কা মেরেছেন তিনি।

India vs South Africa 2025 Virat Kohli Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy