অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে যাওয়ার আগে ‘আশঙ্কা’য় ছিলেন জেমাইমা রদ্রিগেজ়। ভেবেছিলেন, তাঁকে হয়তো সে দেশে ঢুকতে দেওয়া হবে না। ব্রিসবেন হিটের হয়ে প্রথম ম্যাচ খেলার পর জানিয়েছেন ভারতীয় ব্যাটার।
বিশ্বকাপ জয়ের পর থেকে ফুরফুর মেজাজে রয়েছেন জেমাইমা। তার মধ্যেই অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েছেন। তবে সে দেশে যাওয়ার আগে তিনি নাকি কিছুটা ‘আশঙ্কা’য় ছিলেন। রবিবার ব্রিসবেন হিটের হয়ে খেলার ফাঁকে সম্প্রচারকারী চ্যানেলকে মজা করে জেমাইমা বলেছেন, ‘‘আমাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হবে কিনা বুঝতে পারছিলাম না। বিশ্বকাপের সেমিফাইনালের ইনিংসটার পর নিশ্চিত ছিলাম না।’’ গত এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জেমাইমা। তাঁর ওই ইনিংসের সুবাদে জিতেছিল ভারত। জেমাইমা হয়তো মজার ছলে সে কথা মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলীয়দের।
আরও পড়ুন:
ফুরফুর মেজাজে থাকা জেমাইমা অবশ্য বিগ ব্যাশ লিগের শুরুটা ভাল করতে পারেননি। প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ৯ বলে ৬ রান করে আউট হয়ে যান। একটিও চার বা ছয় মারতে পারেননি।