ঋষভ পন্থ। —ফাইল চিত্র
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন তিনি। সেখানেই পন্থের ফিটনেসের দিকে নজর রেখেছেন চিকিৎসক ও ফিজিয়ো। নিজের শরীরচর্চার ভিডিয়ো দিয়েছেন পন্থ। জানিয়েছেন, অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পেয়েছেন তিনি।
সমাজমাধ্যমে পন্থের দেওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, পায়ের জোর বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন তিনি। ডান হাঁটুতে এখনও একটি স্ট্র্যাপ বাঁধা রয়েছে। তাতে অবশ্য তাঁর নড়াচড়া করতে সমস্যা হচ্ছে না। দ্রুত পা নড়াচ্ছেন তিনি। ভিডিয়োর ক্যাপশনে পন্থ লিখেছেন, ‘‘ভগবানের কৃপায় অন্ধকারের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি।’’
এশিয়া কাপের আগে ভারতের অনুশীলনে হাজির হয়েছিলেন পন্থ। কালো টি-শার্ট ও কালো হাফ প্যান্ট পরে রোহিতদের অনুশীলনে যান তিনি। তখনও তাঁর ডান পায়ের হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা ছিল। পন্থকে দেখে প্রথমেই এসে জড়িয়ে ধরেন কুলদীপ যাদব। ভারতীয় দলের পাশাপাশি আইপিএলে দিল্লি ক্যাপিটালসেও তাঁরা সতীর্থ। শার্দূল ঠাকুরের সঙ্গেও বসে থাকতে দেখা যায় পন্থকে। এক সময় কোচ রাহুল দ্রাবিড়ের পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি। হাসিমুখে দেখা যায় ভারতের উইকেটরক্ষককে।
গত বছর ৩০ ডিসেম্বর নিজের বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। দীর্ঘ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পন্থের পায়ে অস্ত্রোপচার হয়। তার পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। প্রথম প্রথম ক্রাচে ভর দিয়ে হাঁটলেও এখন কোনও কিছুর সাহায্য ছাড়াই হাঁটতে পারছেন তিনি। জিমে অনুশীলনও শুরু করেছেন তিনি।
কব্জি ও পায়ের জোর বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটার। কঠিন পরিশ্রম করছেন তিনি। দ্রুত মাঠে ফিরতে চাইছেন। পন্থ যে গতিতে সুস্থ হয়ে উঠছেন তাতে অবাক চিকিৎসকেরাও। যদিও এখনও মাঠে ফিরতে সময় লাগবে তাঁর। যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy