Advertisement
E-Paper

শুরুতে শুধু পেপ টক, দেখা গেল না ‘অধিনায়ক’ রোহিতকে! ততটা সক্রিয় নন বোলিং-ফিল্ডিং নিয়ে, বড় রান না পেয়েই কি বিমর্ষ শর্মা?

রাঁচীতে নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা। রায়পুরে সেই দৃশ্য দেখা গেল না। বেশি মাথা ঘামালেন না ভারতের প্রাক্তন অধিনায়ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩২
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রাঁচীতে যে দৃশ্য দেখা গিয়েছিল, তা দেখা গেল না রায়পুরে। রাঁচীতে দক্ষিণ আফ্রিকার ইনিংসে দলের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রোহিত শর্মা। লোকেশ রাহুল মাঠে থাকলেও সব সিদ্ধান্ত নিচ্ছিলেন রোহিত। রায়পুরে অবশ্য তা দেখা গেল না। বোলারদের সঙ্গে সামান্য কথা বলা ছাড়া কিছু করলেন না তিনি। ভারতও ম্যাচ হারল। দলকে বাঁচাতে কেন এগিয়ে এলেন না রোহিত? নেপথ্যে কি কোচ গৌতম গম্ভীরের নির্দেশ? না কি বড় রান না পেয়ে বিমর্ষ রোহিত?

রাঁচীতে রোহিতের কাজ পছন্দ করেননি গম্ভীর। রোহিত যখন মাঠে বোলিং পরিবর্তন করছেন, ফিল্ডারদের নির্দেশ দিচ্ছেন, তখন গোমড়া মুখে সাজঘরে বসেছিলেন গম্ভীর। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, যাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়েছেন সেই রোহিতকেই নেতা দেখতে চাইছেন না। রাঁচীর ম্যাচের পর কি গম্ভীর কোনও নির্দেশ দিয়েছেন রাহুল ও রোহিতকে। সেই কারণেই কি বিরত থাকলেন রোহিত?

অবশ্য শুরুটা অন্য ভাবে হয়েছিল। টসের আগে দলের সকলকে পেপটক দিচ্ছিলেন রোহিত। দেখে মনে হচ্ছিল, শুভমন গিল না থাকায় এই ম্যাচেও অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত। কিন্তু রান পেলেন না রোহিত। ৮ বলে ১৪ রানে ফিরলেন। বিরাট কোহলি শতরান করলেও একটি সুযোগ হারালেন রোহিত। ২০২৭ সালের বিশ্বকাপের দলে থাকতে হলে এখন প্রতিটি এক দিনের ম্যাচে রোহিত-কোহলির কাছে পরীক্ষা। রায়পুরের পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণেই কি ফিল্ডিংয়ে ততটা চনমনে দেখাল না রোহিতকে?

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ঠিক আগে দেখা গেল, পেপটক দিচ্ছেন রাহুল। পরে মাঠে সব সিদ্ধান্ত তিনিই নিলেন। রোহিত মিড অফে ছিলেন বটে, কিন্তু বেশি মাথা ঘামাননি তিনি। প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা মাঝে মাঝে খারাপ বল করলে তাঁদের সঙ্গে গিয়ে কথা বলছিলেন। ব্যস, ওইটুকুই। তার বেশি দায়িত্ব নিলেন না রোহিত।

ভারতের কোচ হওয়ার পর থেকে দল নির্বাচন থেকে পরিকল্পনা, সবই গম্ভীরের হাতে। বিরোধিতা একদম পছন্দ করেন না তিনি। তাই দলে তারকাদের তুলনায় নতুনদের বেশি পছন্দ করেন। রোহিত ও কোহলির সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক তাঁর নেই। সেই রোহিত অধিনায়কত্ব করবেন, সেটা কী ভাবে মেনে নেবেন গম্ভীর? তাতে দলের ফল যা-ই হোক না কেন। সেটাই কি রোহিতকে স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর? রায়পুরের মাঠে কিন্তু সেই ইঙ্গিতই পাওয়া গেল।

রোহিত দীর্ঘ দিন ভারতের অধিনায়কত্ব করেছেন। কঠিন পরিস্থিতি থেকে দলকে জিতিয়েছেন। রাঁচীতেও রোহিতের বোলিং পরিবর্তনের ফল দেখা গিয়েছে। নইলে সেখানে জেতাও সম্ভব হত না। রায়পুরে বোঝা গিয়েছে, শিশির পড়লে প্ল্যান বি রাহুলের কাছে নেই। প্রসিদ্ধ কৃষ্ণ প্রতি ওভারে রান দিলেও তাঁকে দিয়েই বোলিং করিয়ে গিয়েছেন তিনি। বৈচিত্র দেখাতে পারেননি। সেখানে রোহিত থাকলে হয়তো ফল অন্য রকম হত। কিন্তু মাথায় ঘামালেন না রোহিত। ম্যাচও হারল ভারত।

India vs South Africa 2025 Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy