ইডেনে গার্ডেন্সে ঘাড়ে টান ধরার পর থেকে মাঠের বাইরে রয়েছেন শুভমন গিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন তিনি। সেখানেই মেডিক্যাল দল নজর রাখবে তাঁর উপর। যা পরিস্থিতি, তাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলার সম্ভাবনা কম।
‘টাইমস অফ ইন্ডিয়া’ একটি রিপোর্টে জানিয়েছে, সোমবার বা মঙ্গলবার বেঙ্গালুরুতে পৌঁছবেন শুভমন। তার পর শুরু হবে তাঁর রিহ্যাব। ইডেনে চোটের পর গুয়াহাটিতে দলের সঙ্গে গিয়েছিলেন শুভমন। কিন্তু সেখানে খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই গুয়াহাটি থেকে মুম্বইয়ে যান ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। সেখানে কিছু দিন ফিজ়িয়োথেরাপি চলে তাঁর। বেঙ্গালুরু যাওয়ার আগে মুম্বই থেকে চণ্ডীগড়ে যান শুভমন। সেখানে পরিবারের সঙ্গেও সময় কাটান তিনি।
বোর্ড সূত্রে খবর, শুভমনের এই মুহূর্তে বিমানযাত্রায় কোনও সমস্যা হচ্ছে না। তিনি গত কয়েক দিনে কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই ও মুম্বই থেকে চণ্ডীগড় গিয়েছেন। এ বার চণ্ডীগড় থেকে বেঙ্গালুরু যাচ্ছেন। বিমানযাত্রার ধকল পড়ছে না তাঁর শরীরে। তবে এখনই খেলার সম্ভাবনা নেই শুভমনের। যত ক্ষণ না তিনি ১০০ শতাংশ সুস্থ হয়ে উঠছেন, তত ক্ষণ তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আপাতত সেন্টার অফ এক্সেলেন্সে হালকা অনুশীলন করবেন তিনি। জগিং, জিমে শরীরচর্চার পাশাপাশি শুভমনের ডায়েটের দিকেও নজর রাখা হবে। প্রতিদিন কিছু পরীক্ষা হবে তাঁর। ঘাড়ে নতুন করে ব্যথা বা অস্বস্তি হচ্ছে কিনা, সে দিকে নজর রাখা হবে। চলতি সপ্তাহের শেষ দিক থেকে নেটে ব্যাটিং শুরু করবেন শুভমন। তবে সবটাই নির্ভর করছে, তিনি কতটা সুস্থ হয়েছেন তার উপর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখন এক দিনের সিরিজ় খেলছে ভারত। শুভমন না থাকায় নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। ৯ ডিসেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। ভারতের ছোট ফরম্যাটের দলে সহ-অধিনায়ক শুভমন। তবে যা পরিস্থিতি, সেই সিরিজ়েও তাঁর খেলার সম্ভাবনা কম। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আশা চিকিৎসকদের।