চুল কাটাতে গিয়েছিলেন শুভমন গিল। বিখ্যাত কেশসজ্জা শিল্পী আলিম হাকিমের কাছে নতুন ছাঁট দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। চুল কাটানোর পরে আলিমের সঙ্গে কয়েকটি ছবিও তোলেন শুভমন। তখনই দেখা যায়, তাঁর মোবাইলের পিছনের কভারের মধ্যে ৫০০ টাকার নোট। তবে কি মোবাইলের কভারে ৫০০ টাকা গুঁজে চুল কাটাতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা!
চুল কাটানোর পরে নিজের ইনস্টাগ্রামে আলিমের সঙ্গে ছবি প্রকাশ করেন শুভমন। সেখানে দেখা যাচ্ছে, পার্লারের মধ্যে চেয়ারে বসে রয়েছেন তিনি। আলিম পিছনে দাঁড়িয়ে। শুভমনের ফোনের কভারে জ্বলজ্বল করছে ৫০০ টাকার নোট। ক্যাপশনে শুভমন লেখেন, ‘হাকিম কখনও ভুল করতেই পারে না।’ বোঝাই যাচ্ছে, চুলের নতুন ছাঁট বেশ পছন্দ হয়েছে তাঁর।
আরও পড়ুন:
শুভমনের এই ছবি ভাইরাল। কেউ বলেছেন, এক জন ক্রিকেটার হয়ে আলিম হাকিমের মতো কেশসজ্জা শিল্পীর কাছে মাত্র ৫০০ টাকা নিয়ে গিয়েছেন শুভমন, এটা ভাবতেই কেমন লাগছে। কেউ আবার মজা করে বলেছেন, আমাদের মতো শুভমনও তা হলে ৫০০ টাকা নিয়েই চুল কাটাতে যান।