ভারতের ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, কবে আবার দেখা যাবে বিরাট কোহলিকে? টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর দেশের হয়ে শুধু এক দিনের ক্রিকেটেই দেখা যাবে কোহলিকে। কিন্তু কবে? অস্ট্রেলিয়া সফরে কি দলে থাকবেন কোহলি? এক ইঙ্গিতেই এই প্রশ্নের জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেটার।
আপাতত লন্ডনে রয়েছেন কোহলি। সেখানেই অনুশীলন করছেন তিনি। কয়েক দিন আগে গুজরাট টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে একটা ছবি দিয়েছিলেন কোহলি। দেখে বোঝা যাচ্ছিল, ইন্ডোরে অনুশীলন করছেন তিনি। সমাজমাধ্যমে সেই ছবি দিয়ে ক্যাপশনে কোহলি বুঝিয়ে দিয়েছিলেন, নইমের সঙ্গে অনুশীলন করে বেশ খুশি তিনি।
কোহলি ও নইমের সেই ছবি পোস্ট করেছে বিরাটের একটা ফ্যান পেজ। সেখানে লেখা, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছেন কোহলি।” কোহলি নিজে সেই ছবি লাইক করেছেন। তার পরেই জল্পনা শুরু হয়েছে যে, কোহলি তবে অস্ট্রেলিয়া সফরেই ফিরতে চান। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। অক্টোবর মাসে হবে সেই সিরিজ়। অর্থাৎ, কোহলি সেই সিরিজ়ে ফিরলেও এখনও দু’মাস অপেক্ষা করতে হবে ভারতীয় সমর্থকদের।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ফিরতে পারেন রোহিত শর্মাও। তিনি এখনও ভারতের এক দিনের দলের অধিনায়ক। কোহলির মতো তিনিও টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। অর্থাৎ, ভারতের দুই সিনিয়র ক্রিকেটারের নজর ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে। তবে সেই স্বপ্ন তাঁদের পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
বোর্ড সূত্রে খবর, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের দলে তাঁরা কোহলি ও রোহিতকে দেখছেন না। সেই কথা নাকি দু’জনকে জানিয়ে দেওয়া হয়েছে। এ-ও বলা হয়েছে, বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করার জন্য তাঁদের বিজয় হজারে ট্রফিতে নামতে হবে। এখন কোহলি, রোহিত সেটা মানবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে এমন জল্পনাও শুরু হয়েছে যে অস্ট্রেলিয়া সফরের পরে এক দিনের ক্রিকেটকেও বিদায় জানাতে পারেন তাঁরা।