দেশের মাটিতে প্রথম বার বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। জয়ী দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলেন হরমনপ্রীত কৌরেরা।
মুম্বই থেকে বিশেষ চার্টার বিমানে দিল্লিতে পৌঁছোন ভারতীয় ক্রিকেটারেরা। সেখানে তাজ প্যালেস হোটেলে ওঠেন তাঁরা। হোটেলের কর্মীরা বিশেষ কেকের ব্যবস্থা করেছিলেন। ঢোলের তালে নাচতে দেখা যায় জেমাইমা রদ্রিগেজ়, রাধা যাদব, স্নেহ রানাদের। ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষা ছিল কড়া।
হোটেল থেকে বাসে চেপে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফেরা। প্রত্যেকের পরনে সাদা শার্ট, কালো ট্রাউজ়ার ও কালো ব্লেজ়ার রয়েছে। গত বছর ভারতের পুরুষদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের পরনে ছিল ভারতের জার্সি। তবে হরমনপ্রীতেরা জার্সির বদলে ফরম্যাল পোশাকে গিয়েছেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর হাতে জার্সি তুলে দিচ্ছেন হরমনপ্রীত কৌর। ছবি: এক্স।
প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কিছু ক্ষণ ছিলেন হরমনপ্রীতেরা। মোদীর হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। সকল ক্রিকেটারের সই করা একটি জার্সিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হরমনপ্রীত। সেই জার্সির নম্বর ‘১’। তাতে লেখা রয়েছে ‘নমো’। ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে অহমদাবাদের মাঠে গিয়েছিলেন মোদী। কিন্তু মহিলাদের বিশ্বকাপের ফাইনালে যাননি তিনি। ভারত বিশ্বকাপ জেতার পর ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন ভারতীয় ক্রিকেটারেরা। ছবি: এক্স।
বিশ্বকাপ জেতার পরেও এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি ক্রিকেটারেরা। মুম্বই থেকে দিল্লি গিয়েছেন তাঁরা। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেও হোটেলেই থাকবেন তাঁরা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন ক্রিকেটারেরা। তার পরেই নিজের নিজের বাড়ি ফিরবেন হরমনপ্রীত, মন্ধানারা।