Advertisement
E-Paper

১৬ জনের দলেও নাম ছিল না রোহিতের, সিডনিতেই কি ‘প্রাক্তন’ হয়ে গেলেন অধিনায়ক?

সিডনিতে টসের সময়ই নিশ্চিত হয়ে যায়, রোহিত খেলছেন না। তখনও চমক বাকি ছিল। বুমরাহ ক্রিকেটারদের লিখিত তালিকা দেওয়ার পর জানা গিয়েছে, ১৬ জনের মধ্যেও জায়গা হয়নি রোহিতের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১২:৩৯
picture of Team List and Rohit Sharma

সিডনিতে ভারতের ‘টিম লিস্ট’। নাম নেই রোহিত শর্মার। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সিডনিতে টসের পর জসপ্রীত বুমরাহ জানান, ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। সত্যিই কি তাই? বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচের জন্য ভারতীয় শিবির কোচ গৌতম গম্ভীরের সই করা ক্রিকেটারদের যে লিখিত তালিকা দিয়েছে, তাতেও নেই রোহিতের নাম। তা হলে কি রোহিতের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা? তৈরি হয়েছে নতুন জল্পনা।

সিডনিতে টসের সময়ই নিশ্চিত হয়ে যায়, রোহিত খেলছেন না। তখনও চমক বাকি ছিল। বুমরাহ ম্যাচ রেফারিকে ক্রিকেটারদের লিখিত যে তালিকা দেন, তা প্রকাশ্যে আসার পর জানা গিয়েছে আরও এক বাস্তব। বুমরাহের জমা দেওয়া ১৬ জনের তালিকায় রোহিতের নামই নেই। গম্ভীরের সই করা সেই তালিকায় প্রথম একাদশে নাম রয়েছে যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর। তালিকায় অতিরিক্ত পাঁচ জন ক্রিকেটার হলেন দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, অভিমন্যু ঈশ্বরণ, সরফরাজ খান এবং হর্ষিত রানা। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন আকাশ দীপ। বাংলার জোরে বোলারের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। স্বভাবতই তাঁর নাম নেই অতিরিক্ত হিসাবেও। একই কারণে হয়তো রোহিতের নামও নেই ১৬ জনের তালিকায়। বিশ্রাম দেওয়ায় অতিরিক্ত ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি অধিনায়কের নাম। রোহিতের সম্মান রক্ষার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় শিবির। তবু দলের তালিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

মেলবোর্ন টেস্টের সময় থেকে গম্ভীর-রোহিত বিবাদ চরমে পৌঁছয়। ভারতীয় দলের সাজঘরে দু’জনের বাদানুবাদের ভিডিয়োও ভাইরাল হয়েছিল। সিডনি টেস্টের আগে জানা যায়, রোহিতকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছেন গম্ভীর। ম্যাচ শুরুর আগের দিন অনুশীলনেও তেমন সক্রিয় দেখায়নি রোহিতকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তাও নাকি অনুরোধ করেছিলেন সিডনিতে রোহিতকে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার। গম্ভীর সেই অনুরোধও মানেননি।

BGT 2024-25 Rohit Sharma India vs Australia Test Series Jasprit Bumrah Gautam Gambhir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy