বৃষ্টিবিঘ্নিত দিনে বল হাতে দাপট ভারতীয় অনূর্ধ্ব-১৯ পেসারদের। দ্বিতীয় যুব টেস্টের প্রথম দিনে ৩৪ ওভার পর্যন্ত পাঁচ উইকেটে ইংল্যান্ডের রান ১৩৩।
ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন আদিত্য রাওয়াত ও আর এস অম্বরীশ। এক উইকেট হেনিল পটেলের।
প্রথম যুব টেস্টে ড্র হয়। কোনও দলই শেষ হাসি হাসতে পারেনি। কিন্তু দ্বিতীয় টেস্টে আবহাওয়া বোলারদের সাহায্য করছে। মেঘলা আবহাওয়ার মধ্যে সাহায্য পাচ্ছেন পেসাররা। ইংল্যান্ডের উপরের সারির ব্যাটিং বিভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাঝের সারির ব্যাটসম্যানেরা দলকে সামলাতে পারেন কি না সেটাই দেখার।
ক্রিকেটার তুলে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড। সিনিয়রদের দলের সফরের সময়ই ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের সফর হয় ইংল্যান্ডে। ভারতের মেয়েরাও ইংল্যান্ডেই সিরিজ় খেলছেন। প্রত্যেক স্তরের ক্রিকেটারেরাই ইংল্যান্ডের আবহাওয়ায় খেলার সুযোগ পাচ্ছেন। তাতে ক্রিকেটার হিসেবে অনেকেই উন্নতি করবেন। কারণ, ইংল্যান্ডের পরিবেশে ব্যাট করা সহজ নয়। বোলারদেরও সুইং আয়ত্তের মধ্যে আনতে হয়। ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে ইংল্যান্ডের পরিবেশে নিজেকে সামলানো খুবই জরুরি। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড ও ইসিবি।
যুব টেস্টেও তারকার মতো দর্শকদের আনন্দ দিচ্ছেন বৈভব সূর্যবংশী। তাঁকে দেখার জন্যই দর্শকরা আসছেন মাঠে। প্রথম টেস্টে ব্যাট হারে দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি বল হাতেও জ্বলে ওঠেন। এই ম্যাচে বৈভব কী করেন সেটাই দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)