Advertisement
E-Paper

হরমনপ্রীতের আরও কড়া শাস্তি! এশিয়ান গেমসে দু’ম্যাচ নির্বাসিত হতে পারেন ভারত অধিনায়ক

আরও কড়া শাস্তির মুখে পড়তে পারেন হরমনপ্রীত কৌর। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করায় ভারত অধিনায়ককে দু’টি ম্যাচে নির্বাসিত করতে পারে আইসিসি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ২৩:১৭
Harmanpreet Kaur

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র

বাংলাদেশের বিরুদ্ধে খেলা চলাকালীন আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য আরও কড়া শাস্তি পেতে পারেন হরমনপ্রীত কৌর। ইতিমধ্যেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই দু’টি ম্যাচে নির্বাসিত করা হবে তাঁকে। তেমনটা হলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না তাঁর।

একটি ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারত-বাংলাদেশ তৃতীয় এক দিনের ম্যাচের রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছে জমা দিয়েছেন ম্যাচ রেফারি। সেই রিপোর্ট খতিয়ে দেখে হরমনপ্রীতের শাস্তি বাড়াতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই তাঁর ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আগামী ২৪ মাস তাঁকে আইসিসির নজরদারিতে থাকতে হবে।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি ২৪ মাসের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পান তা হলে তাঁকে একটি টেস্ট, বা দু’টি এক দিনের ম্যাচ অথবা দু’টি টি-টোয়েন্টি ম্যাচের (যে ফরম্যাটের খেলা আগে থাকবে) জন্য নির্বাসিত করা হয়। সেই শাস্তির আওতায় পড়তে পারেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক।

ভারতের মহিলা দলের পরবর্তী খেলা এশিয়ান গেমসে। ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু এশিয়ান গেমস। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। অর্থাৎ, তার আগে যদি হরমনপ্রীতকে শাস্তি দেওয়া হয় তা হলে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।

শনিবার ম্যাচের মধ্যেই আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়ান হরমনপ্রীত। ভারতীয় দলের ইনিংসের ৩৪ ওভারের মাথায় ঘটনাটি ঘটে। নাহিদা আখতারের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল তাঁর ব্যাটে বা প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে। বোলার এলবিডব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে দেন। হরমনপ্রীত সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন। তাঁর দাবি, বল ব্যাটে লেগেছে। কোনও ভাবেই তাঁর প্যাডে লাগেনি। আম্পায়ার আউট দেওয়ায় প্রথমে ব্যাটে একটি ঘুষি মারেন হরমনপ্রীত। তার পরে ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন। সাজঘরে ফেরার পরে আম্পায়ারের উদ্দেশে কিছু বলতেও দেখা যায় তাঁকে। হরমন আউট হওয়ার পর দর্শকেরা ব্যাপক উল্লাস করছিলেন। তাঁদের দিকে তাকিয়েও আঙুল তুলে ব্যঙ্গ করেন ভারতের অধিনায়ক। যদিও হরমনপ্রীতকে ক্যাচ আউট-ই দেওয়া হয়েছে শনিবারের ম্যাচে। হরমনপ্রীতের আচরণের সমালোচনা করেছেন মদন লালের মতো বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তাঁর কড়া শাস্তির দাবি জানিয়েছেন কপিল দেবের দলের এই ক্রিকেটার।

Harmanpreet Kaur India Cricket ICC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy