শনিবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের তিনটি ক্যাচ ফেলেছেন ভারতীয় ক্রিকেটারেরা। তার মধ্যে দু’টি ক্যাচ ফেলেছেন যশস্বী জয়সওয়াল। একটি ক্যাচ ফেলেছেন রবীন্দ্র জাডেজা। দলের ফিল্ডিং নিয়ে হতাশ ব্যাটিং কোচ। জানালেন, এই বিভাগে তাঁদের অনেক উন্নতি করতে হবে।
দ্বিতীয় দিনের খেলা শেষে সীতাংশু বলেন, “ফস্কানো ক্যাচ এবং নো-বল নিয়ে আমরা নিঃসন্দেহে হতাশ। সাধারণত আমরা ফিল্ডিংয়ের ব্যাপারে তীক্ষ্ণ। তবে সাপোর্ট স্টাফ এবং দল হিসাবে একটা দুর্ভাগ্যজনক দিন গিয়েছে আমাদের। এমনিতে আমরা ভালই বল করেছি। দু’-একটা ওভার খারাপ গিয়েছে। উইকেটে এখনও কিছু রয়েছে। আমরা সেটা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছি।”
সীতাংশু প্রশংসা করেছেন ঋষভ পন্থের। জানিয়েছেন, পন্থকে কোচেদের তরফে কোনও পরামর্শই দেওয়া হয়নি। তাঁর কথায়, “ঋষভ পন্থ নিজেই নিজের পরিকল্পনা তৈরি করে। নিজের মতো করে ব্যাট করতে ভালবাসে। এমনিতে ও যে রকম ইনিংস খেলে, তার থেকে আলাদা খেলেছে। পুরোটাই ওর পরিকল্পনা ছিল। পন্থ আগ্রাসী ক্রিকেট খেলে ঠিকই। তার মানে এই নয় যে ও রক্ষণাত্মক ক্রিকেট খেলতে পারে না।”
আরও পড়ুন:
শনিবার ৪১ রানে শেষ সাতটি উইকেট হারায় ভারত। তাতে অবশ্য চিন্তার কিছু দেখছেন না সীতাংশু। তাঁর মতে, “মানছি ব্যাটিং ধস হয়েছে। ৪৩০ রানে তিন উইকেট থেকে ৪৭১-এ অলআউট হয়ে যাওয়া মানে ব্যাটারেরাও আউট হয়েছে। আমরা ভেবেছিলাম আরও বেশি রান করতে পারব। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। চিন্তার কিছু নেই।”