ওভালে পঞ্চম টেস্টে জসপ্রীত বুমরাহের খেলার সম্ভাবনা কার্যত নেই। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। তাঁকে না খেলানোর পরামর্শ দিয়েছে বোর্ডের চিকিৎসকদল।
বুমরাহ পিঠে নতুন করে যাতে আর না চোট পান সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে না চাইলেও গৌতম গম্ভীর এবং শুভমন গিলেরা বুমরাহকে খেলাতে পারবেন না। ফলে ওভালে আবার ভারতের পেস বোলিং বিভাগে বদল আসতে চলেছে।
ইংল্যান্ড সিরিজ় শুরুর আগে জানানো হয়েছিল, বুমরাহ তিনটি টেস্ট খেলবেন। তিনি ইতিমধ্যে তিনটি টেস্টে খেলে ফেলেছেন। ফলে পঞ্চম টেস্টে না খেলারই কথা। যেহেতু ওভালে ভারতের সামনে সিরিজ়ে সমতা ফেরানোর সুযোগ রয়েছে, তাই বুমরাহকে খেলানোর একটা চেষ্টা চলছিল। যদিও তা সম্ভব হবে না।
ম্যাঞ্চেস্টারে খুব একটা সাফল্য পাননি বুমরাহ। ধীর গতির, পাটা পিচে বুমরাহের বল কাজে লাগেনি। ৩৩ ওভার বল করে মাত্র দু’টি উইকেট পান। এক ইনিংসে তাঁর বল করা সর্বাধিক ওভার এটিই। প্রথম বার তিনি এক ইনিংসে ১০০-র বেশি রান দিয়েছেন। তার উপর, সিরিজ়ের প্রথম টেস্টে বুমরাহের ৪২.৭ শতাংশ বল ঘণ্টার ১৪০ কিলোমিটারের উপরে ছিল। তা লর্ডসে কমে হয় ২২.৩ এবং ম্যাঞ্চেস্টারে ০.৫। সিরিজ়ে বুমরাহ মোট ১৪টি উইকেট নিয়েছেন। ম্যাঞ্চেস্টার টেস্টের পর গম্ভীর জানিয়েছিলেন, বুমরাহ খেলবেন। দু’দিন পরেই তাঁকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবারের অনুশীলন অনুযায়ী, আকাশদীপের ওভালে খেলার সম্ভাবনা। চতুর্থ টেস্টে কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি। তবে ওভালের সবুজ অনুশীলন পিচে তাঁকে স্বচ্ছন্দে বল করতে দেখা গিয়েছে। ওভালের পেস সহায়ক পিচে তাঁর বোলিং কাজে লাগতে পারে।
মহম্মদ সিরাজ স্বাভাবিক ভাবেই আক্রমণের শুরুতে থাকবেন। তৃতীয় পেসার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপ সিংহের মধ্যে কাউকে নেওয়া হবে। অর্শদীপেরই খেলার সম্ভাবনা বেশি। তাঁর টেস্ট অভিষেক হয়নি। তবে কাউন্টিতে বল করার অভিজ্ঞতা রয়েছে।