Advertisement
১৭ মে ২০২৪
ICC World Cup 2023

রেগে লাল ইংল্যান্ড শিবির, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে তোপ অধিনায়ক বাটলারের

নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মাথা গরম ইংল্যান্ড শিবিরের। ক্ষোভ গোপন করেননি অধিনায়ক বাটলার।

picture of Jos Buttler

জস বাটলার। ছবি: আইসিসি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ ১৬:৪১
Share: Save:

রেগে লাল ইংল্যান্ড শিবির। জস বাটলারদের রাগের কারণ ধর্মশালার আউটফিল্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ধর্মশালার আউটফিল্ডকে ‘সাধারণ’ তকমা দিলেও মানতে নারাজ বাটলারেরা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগের দিন ইংল্যান্ড অধিনায়ক গোপন করলেন না অসন্তোষ।

ধর্মশালার আউটফিল্ড দেখে অসন্তুষ্ট ইংল্যান্ড। বাটলার বলেছেন, ‘‘আমার মতে ধর্মশালার আউটফিল্ড জঘন্য। সতর্ক ভাবে ফিল্ডিং করতে বলা হচ্ছে। ঝাঁপানোর সময় সতর্ক থাকতে বলা হচ্ছে। একটা দল যে ভাবে খেলতে চায়, এগুলো তার বিপরীত। সবাই জানেন, প্রতিটা রান আটকানোর জন্য আমাদের ঝাঁপাতে হয়। এই আউটফিল্ড তার উপযুক্ত নয়। আদর্শ আউটফিল্ডের কাছাকাছিও নয়। এখানে আইপিএলের ম্যাচ খেলেছিলাম। তখন কিন্তু আউটফিল্ড এত খারাপ ছিল না।’’

ইংল্যান্ড অধিনায়কের আশঙ্কা যে কোনও ক্রিকেটার বড় চোট পেতে পারেন ধর্মশালায় ফিল্ডিং করার সময়। বাটলার বলেছেন, ‘‘যে কোনও মাঠে যে কোন সময় আঘাত লাগতে পারে। কিন্তু এখানকার পরিস্থিতি এমনই, যে সব সময় সতর্ক থাকতে হবে। এ ভাবে খেলতে আমরা অভ্যস্ত নই।’’ বাটলারের মতে শুধু ফিল্ডারদের নয়, জোরে বোলারদেরও সতর্ক থাকতে হবে। বল করার আগে দৌড়নোর সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেছেন, ‘‘বল করার একটা ছন্দ থাকে সবার। কেউ দ্রুত বল করতে চাইলে সমস্যা হতে পারে। রান আপ ঠিক না হলে বোলারদের আত্মবিশ্বাসে ঘাটতি হতে পারে। ছেলেদের বলব প্রথম কয়েকটা বল সাবধানে করতে। মাঠের সঙ্গে মানিয়ে নিতে কয়েকটা বল লাগবে। সবাই পেশাদার ক্রিকেটার। তাই মানিয়ে নিতে হবে আমাদের।’’

আউটফিল্ড নিয়ে অসন্তুষ্ট বাটলার অবশ্য খুশি ধর্মশালার ২২ গজ দেখে। তিনি বলেছেন, ‘‘উইকেট দেখে ভালই মনে হয়েছে। আমাদের মানিয়ে নিতে সমস্যা হবে না। আমরা এই ম্যাচ জেতার জন্য মরিয়া। তাই আউটফিল্ডকে অজুহাত হিসাবে ব্যবহার করতে চাই না। বাংলাদেশের বিরুদ্ধে সেরাটা দেওয়ার জন্যই নামব আমরা।’’

বাংলাদেশের বিরুদ্ধেও ইংল্যান্ড পাবেন না বেন স্টোকসকে। বাটলার জানিয়েছেন, অনুশীলন শুরু করলেও খেলার মতো অবস্থায় নেই স্টোকস। ফিটনেস ফিরে পেতে আরও কয়েকটা দিন লাগবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE