কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ভরত অরুণকে দু’সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। সে দেশের প্রথম সারির ক্রিকেটারদের বিশেষ প্রশিক্ষণ দেবেন তিনি। আগামী ২ জুন থেকে জোরে বোলারদের নিয়ে শিবির করেন অরুণ।
আর শ্রীধরের পর অরুণ। দেশের ক্রিকেটের উন্নতির জন্য ভারতীয় কোচদের উপর নির্ভর করছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। মূলত জাতীয় দলের প্রধান কোচ সনৎ জয়সূর্যের উদ্যোগেই শ্রীধরের পর কেকেআরের বোলিং কোচ প্রশিক্ষণ দিতে যাচ্ছেন শ্রীলঙ্কায়। মে মাসের প্রথম দিকে ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ শ্রীধর কলম্বোয় গিয়ে ১০ দিনের প্রশিক্ষণ শিবির করেছিলেন। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ শিবির করবেন ১৪ দিন।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘‘হাই পারফরম্যান্স সেন্টারে জুনিয়র এবং সিনিয়র জোরে বোলারদের মান আরও উন্নত করার চেষ্টা করছি আমরা। অরুণ আমাদের পুরুষ এবং মহিলা জাতীয় দলের বোলারদের সঙ্গে কাজ করবেন। মহিলা ‘এ’ দল এবং পুরুষদের অনূর্ধ্ব-১৯ দলের বোলারদেরও প্রশিক্ষণ দেবেন তিনি। হাই পারফরম্যান্স সেন্টারের কোচ, বিভিন্ন ক্লাবের কোচ এবং আঞ্চলিক দলগুলোর কোচদের সঙ্গেও কাজ করবেন অরুণ।’’
আরও পড়ুন:
লাল বল এবং সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ দেবেন অরুণ। কৌশল নিয়ে আলোচনা করবেন শ্রীলঙ্কার ক্রিকেটার, কোচদের সঙ্গে। শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের আশা, আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের আগে অরুণের প্রশিক্ষণে লাভবান হবে জাতীয় দল।