সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ কুইন্টন ডি’কক। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুই স্পিনার মিলে পাঁচটি উইকেট নিয়েছেন। তাঁদের দাপটেই চেন্নাইকে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।
চিপকে নারাইন তিনটি উইকেট নেন। দু’টি উইকেট নেন বরুণ। তাঁদের প্রশংসা করে ডি’কক বলেন, “ওদের বোলিংয়ে বৈচিত্র রয়েছে। সেটাই আমাদের সম্পদ। দু’জনেই রহস্য স্পিনার। সর্বক্ষণ বিভিন্ন ধরনের বল করতে থাকে। যে কারণে ব্যাটারদের সমস্যা হয়। কারণ বোঝা যায় না কোন ধরনের বল আসতে পারে।”
নারাইনের শুধু বোলিং নয়, ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন ডি’কক। তাঁরা একসঙ্গে ওপেন করেন কলকাতার হয়ে। ডি’কক বলেন, “নারাইনের ব্যাটিং দলের এক্স ফ্যাক্টর। সব বোলার জানে নারাইন প্রথম বল থেকেই মারবে। ও খুব পরিশ্রমী। কখনও অনুশীলনে ফাঁকি দেয় না। ঐচ্ছিক অনুশীলনেও যায় ও। আর নারাইনের যখন ব্যাটে লাগতে শুরু করে, তখন আমাদের আটকানো মুশকিল।”
ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই মাত্র ১০৩ রানে শেষ হয়ে যায়। যদিও পুরো ২০ ওভার ব্যাট করেছে তারা। কলকাতার হয়ে তিনটি উইকেট নেন সুনীল নারাইন। দু’টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন বৈভব অরোরা এবং মইন আলি। চেন্নাইয়ের ১০৪ রানের লক্ষ্য ৬১ বলে তুলে নেয় কলকাতা। ব্যাট হাতে নারাইন ৪৪ রান করেন।