প্রথম বার টেস্ট খেলতে নেমেই চমকে দিলেন লুয়ানদ্রে প্রিটোরিয়াস। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে শতরান করলেন দক্ষিণ আফ্রিকার ১৯ বছরের ব্যাটার। ভেঙে দিলেন ৬১ বছরের পুরনো রেকর্ড। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই চারশোর উপর রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
শনিবার ১৬০ বলে ১৫৩ রান করে আউট হয়েছেন লুয়ানদ্রে। মেরেছেন ১১টি চার এবং ৪টি ছয়। ১১২ বলে শতরান করেন তিনি। ১৯ বছর ৯৩ দিন বয়সে টেস্টে শতরান করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার তরুণতম ক্রিকেটার হিসাবে টেস্টে শতরান হল তাঁর। এর আগের রেকর্ড ছিল গ্রেম পোলকের, যিনি ১৯৬৪-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১৯ বছর ৩১৭ দিন বয়সে শতরান করেছিলেন।
বিশ্বের পঞ্চম তরুণতম ক্রিকেটার হিসাবে টেস্টে শতরান করলেন লুয়ানদ্রে। তরুণতম হিসাবে টেস্টে শতরানের নজির রয়েছে বাংলাদেশের মহম্মদ আশরাফুলের। ২০০১-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন ১৭ বছর ৬১ দিন বয়সে। দ্বিতীয় স্থানে জ়িম্বাবোয়ের হ্যামিল্টন মাসাকাদজা (১৭ বছর ৩৫২ দিন)। তৃতীয় পাকিস্তানের সেলিম মালিক (১৮ বছর ৩২৩ দিন), চারে ভারতের পৃথ্বী শ (১৮ বছর ৩২৯ দিন)।
আরও পড়ুন:
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি দক্ষিণ আফ্রিকার। ৫৫ রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু লুয়ানদ্রে নামার পর থেকে লাল বলে যেন টি-টোয়েন্টি খেলা শুরু করে তারা। আর এক অভিষেককারী ডেওয়ার ব্রেভিস (৪১ বলে ৫১) চালিয়ে খেলেন। দিনের শেষে শতরান করে ব্যাট করছেন করবিন বশ (১০০)।