Advertisement
০৩ মে ২০২৪
India Cricket

শীর্ষে ভারত! ক্রিকেট মাঠের বাইরের খেলায় অস্ট্রেলিয়াকে ২২১ কোটি টাকায় হারাল বাংলাদেশ

ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে থাকলেও মাঠের বাইরের খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ। তা-ও আবার ২২১ কোটি টাকার ব্যবধানে।

Picture of Bangladesh cricket team

ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়ে ট্রফি জিতে উল্লাস বাংলাদেশের ক্রিকেটারদের। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৪:২৬
Share: Save:

বিশ্বের যে দেশগুলি ক্রিকেট খেলে তাদের মধ্যে আর্থিক দিক থেকে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের ভাঁড়ারে যে পরিমাণ টাকা রয়েছে তা বিশ্বের বেশ কয়েকটি বোর্ডের মিলিত অর্থের থেকেও বেশি। বিশ্বের সব থেকে ধনী ১০টি ক্রিকেট বোর্ডের তালিকায় কারা রয়েছে?

ভারতীয় ক্রিকেট বোর্ড: তালিকার শীর্ষে রয়েছে বিসিসিআই। ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে থাকা অর্থের পরিমাণ ১৬,৩৬৮ কোটি টাকা। আইপিএলের মতো প্রতিযোগিতা থেকে ভাল আয় করে বিসিসিআই। সেই কারণে এই বোর্ডের হাতে থাকা টাকার পরিমাণ এত বেশি।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড: তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ক্রিকেট বোর্ড। ২০২৩ সালে এই বোর্ডের হাতে থাকা অর্থের পরিমাণ ৬৪৬ কোটি চাকা।

ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড: ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের হাতে থাকা অর্থের পরিমাণ ৪৮২ কোটি টাকা। তালিকায় ৩ নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ড: দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাঁড়ার একেবারে শূন্য নয়। তালিকায় চার নম্বরে রয়েছে বাবর আজ়মদের ক্রিকেট বোর্ড। তাদের হাতে রয়েছে ৪৫০ কোটি টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড: পাকিস্তানের ঠিক নীচেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতার ফলে শাকিব আল হাসানদের কোষাগারে অনেক টাকা ঢুকেছে। ২০২৩ সালে বিসিবির হাতে রয়েছে ৪১৭ কোটি টাকা।

জ়িম্বাবোয়ে ক্রিকেট বোর্ড: ক্রিকেটীয় ধারেভারে কিছুটা পিছিয়ে পড়লেও টাকার বিচারে খুব পিছনে নেই তারা। সিকন্দর রাজাদের ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে ৩১০ কোটি টাকা।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড: বিশ্বকাপের বিচারে বিশ্বের সব থেকে সফল ক্রিকেট বোর্ড হলেও তাদের হাতে টাকা কিন্তু খুব বেশি নেই। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ভাঁড়ারে রয়েছে ১৯৬ কোটি টাকা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড: তাদের দেশের আর্থিক পরিস্থিতিও খুব ভাল নয়। বোর্ডের হাতে থাকা টাকার হিসাবেও অনেকটা পিছনে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কোষাগারে রয়েছে ১৩০ কোটি টাকা।

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড: আর্থিক কারণে মাঝেমধ্যেই ক্রিকেটারদের সঙ্গে বিবাদে জড়ায় এই বোর্ড। দেশের হয়ে খেলে পর্যাপ্ত টাকা না মেলায় বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান এই দেশের ক্রিকেটাররা। আন্দ্রে রাসেলদের বোর্ডের হাতে রয়েছে ১২২ কোটি টাকা।

নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড: বিশ্বের অনেক সেরা ক্রিকেটার বেরিয়ে এসেছে এই দেশ থেকে। কিন্তু পর্যাপ্ত টাকা কি তাঁরা পান? এই দেশের ক্রিকেট বোর্ডের হাতে রয়েছে মাত্র ৭৫ কোটি টাকা। অর্থের বিচারে ১০ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Cricket BCCI Bangladesh Cricket Board
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE