লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
লর্ডসে দ্বিতীয় দিনের খেলা শেষ। ভারতের রান ৩ উইকেটে ১৪৫। ইংল্যান্ডের থেকে ২৪২ রানে পিছিয়ে ভারত।
লর্ডসে প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন রাহুল। ১০০ বলে এই মাইলফলকে পৌঁছোন তিনি।
ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। কিন্তু শুভমন আউট হওয়ার পর ব্যাট করতে নামলেন তিনি। আঙুলে চোট নিয়েই নেটে অনুশীলন করছিলেন পন্থ। বোঝা যাচ্ছে, লড়াই করতে তৈরি তিনি।
লর্ডসে প্রথম ইনিংসে রান পেলেন না শুভমন। ইংল্যান্ডের পরিকল্পনা কাজে লাগল। উইকেটরক্ষককে উইকেটের কাছে এনে বল করছিলেন ক্রিস ওকস। তাঁর বল ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ দেন শুভমন। ভাল ক্যাচ ধরেন জেমি স্মিথ। ১৬ রানে আউট ভারত অধিনায়ক। ১০৭ রানে ভারতের ৩ উইকেট পড়ল।
৩০তম ওভারে ১০০ রান পার হল ভারতের। লোকেশ রাহুল ৩৬ ও শুভমন গিল ১১ রানে খেলছেন।
ব্যাটের পর এ বার ফিল্ডিংয়েও নজর কাড়লেন জো রুট। বেন স্টোকসের বল করুণের ব্যাটের কানায় লেগে স্লিপে যায়। একহাতে ক্যাচ ধরেন তিনি। ৪০ রানে আউট হলেন করুণ। ৭৪ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়ল।
চা বিরতির পর প্রথম ওভারেই বেন স্টোকসের বল করুণের থাই প্যাডে লেগে উইকেটরক্ষকের কাছে যায়। ইংল্যান্ড আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেন। কিন্তু রিভিউতে দেখা যায়, বল ব্য়াটে লাগেনি। আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।
প্রথম ধাক্কার পর জুটি বেঁধেছেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। দ্বিতীয় দিন চা বিরতিতে ভারতের রান ১ উইকেটে ৪৪। করুণ ১৮ ও রাহুল ১৩ রানে অপরাজিত রয়েছেন।
চার বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরে নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন জফ্রা আর্চার। তাঁর বল যশস্বী জয়সওয়ালের ব্যাটে লেগে পিছনে যায়। স্লিপে ক্যাচ ধরেন হ্যারি ব্রুক। ১৩ রান করে আউট যশস্বী। ১৩ রানে পড়ল ভারতের প্রথম উইকেট।
কার্সকে ৫৬ রানে বোল্ড করলেন সিরাজ। ৩৮৭ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ ৫, সিরাজ ও নীতীশ ২ এবং জাডেজা ১ উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডকে সুবিধা করে দিচ্ছে ভারতের ফিল্ডিং। এ বার কার্সের ক্যাচ ছাড়লেন পন্থের বদলে উইকেটরক্ষকের ভূমিকায় নামা জুরেল।
টেস্টে আরও একটা ইনিংসে ৫ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। লর্ডসে দ্বিতীয় দিন ছন্দে তিনি। দিনের চতুর্থ উইকেট নিলেন ভারতীয় পেসার। ৪ রানের মাথায় জফ্রা আর্চারকে বোল্ড করলেন তিনি। ৩৭০ রানে ৯ উইকেট পড়ল ইংল্যান্ডের।
ইংল্যান্ডের অর্ধশতরানকারীকে ফেরালেন সিরাজ। কভারে খেলতে গিয়ে উইকেটকিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিলেন স্মিথ (৫১)।
স্মিথ ৫১ ও কার্স ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
রাহুলের ভুলের খেসারত দিচ্ছে ভারত। আরও একটা অর্ধশতরান করলেন জেমি স্মিথ। ৫২ বলে ৫০ করলেন তিনি। তাঁর ব্যাটে ধাক্কা সামলে ফিরেছে ইংল্যান্ড।
অষ্টম উইকেট জুটি বেঁধেছেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। অর্ধশতরানের জুটি হয়েছে তাঁদের। জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলারেরা।
একার হাতে খেলার ছবি বদলে ফেলেছেন বুমরাহ। রুটকে আউট করার পরের বলেই শূন্য রানের মাথায় ক্রিস ওকসকে আউট করেছেন তিনি।
শতরান করে আউট রো রুট। বুমরাহের বলে ১০৪ রানের মাথায় বোল্ড হলেন তিনি। ২৭১ রানে ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড।
প্রথম টেস্টের ক্যাচ ফেলার রোগ তৃতীয় টেস্টে আবার ফিরে এল। জেমি স্মিথের সহজ ক্যাচ স্লিপে দাঁড়িয়ে ফেললেন রাহুল। বল তাঁর হাতে লেগে ছিটকে বেরিয়ে যায়। গত টেস্টের দুই ইনিংসেই বড় রান করেছেন স্মিথ। এই ভুলের খেসারত দিতে হতে পারে ভারতকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy