শুভমন গিল। —ফাইল চিত্র।
টংয়ের বলে এলবিডব্লিউ যশস্বী (২৮)। দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ভারত। নির্দিষ্ট সময়ের মধ্যে ডিআরএসের আবেদন করতে পারেননি যশস্বী। অভিযোগ স্টোকসদের। তবে তৃতীয় আম্পায়ারও আউট দেওয়ায় বড় বিতর্ক তৈরি হয়নি।
সিরাজের বলে বোল্ড বশির (শূন্য)। ১৮৪ রানে অপরাজিত থাকলেন স্মিথ। ২০ রানে শেষ ৫ উইকেট পড়ল ইংল্যান্ডের। স্টোকসদের প্রথম ইনিংস শেষ হল ৪০৭ রানে। ৭০ রানে ৬ উইকেট নিলেন সিরাজ। ১৮০ রানে এগিয়ে থাকল ভারত।
সিরাজের বলে এলবিডব্লিউ টং (শূন্য)। ৫ উইকেট নিলেন সিরাজ। ইংল্যান্ড ৪০৭/৯।
সিরাজের বলে এলবিডব্লিউ কার্স (শূন্য)। ভারতকে লড়াইয়ে ফেরালেন বোলারেরা। ইংল্যান্ড ৩৯৬/৮।
আকাশদীপের বলে করুণের হাতে ক্যাচ দিয়ে আউট ওকস (৫)। ভারতকে লড়াইয়ে ফেরালেন বাংলার জোরে বোলার। ইংল্যান্ড ৩৯৫/৭।
৩০৩ রানের ষষ্ঠ উইকেটের জুটি ভাঙলেন বাংলার আকাশদীপ। সুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড ব্রুক (১৫৮)।স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। ইংল্যান্ড ৩৮৭/৬।
ষষ্ঠ উইকেটে ব্রুক (১৫৮)-স্মিথের (১৬৮) অবিচ্ছিন্ন জুটিতে ৩০০ পার। সাবলীল ব্যাটিং দু’জনের। ইংল্যান্ড ৩৮৫/৫। বোলারদের ব্য়র্থতায় চাপে ভারত।
৩৫০ রান তুলে ফেলল ইংল্যান্ড। স্বচ্ছন্দে ব্যাট করছেন ব্রুক (১৩৯) এবং স্মিথ (১৫৭)। ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ২৭১ রান। চা পানের বিরতিতে ইংল্যান্ড ৩৫৫/৫।
ব্রুক-স্মিথের ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ২৫০ রান। উইকেট নিতে পারছেন না ভারতের বোলারেরা। চাপ বাড়ছে শুভমনদের। ইংল্যান্ড ৩৩৬/৫।
ষষ্ঠ উইকেটের জুটিতে ২০০ রান করলেন ব্রুক এবং স্মিথ। ইংল্যান্ড ২৮৪/৫।
১৩৭ বলে শতরান পূর্ণ করলেন ব্রুক। ষষ্ঠ উইকেটের জুটিতে স্মিথের সঙ্গে এখনও পর্যন্ত তুলেছেন ১৮৯ রান। পাল্টা লড়াইয়ে ইংল্যান্ড ২৭৩/৫।
প্রথম ২ ঘণ্টায় ২৭ ওভারে ১৭২ রান তুলল ইংল্যান্ড। আগ্রাসী ব্যাটিং করে ওভার প্রতি ৬.৩৭ রান তুললেন ইংল্যান্ডের ব্যাটারেরা। পর পর ২ বলে রুট-স্টোকসের উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে লড়াইয়ে ফেরাল ব্রুক-স্মিথ জুটি। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ২৪৯/৫।
চাপের মুখে শতরান করলেন স্মিথ। ৮০ বলে শতরান পূর্ণ করলেন। ইংল্যান্ড ২৪৮/৫।
আকাশদীপ, সিরাজের তৈরি চাপ বজায় রাখতে পারছেন না প্রসিদ্ধ। তাঁর বলে সহজে রান তুলছেন ইংল্যান্ডের ব্যাটারেরা। ইনিংসের ৩২তম ওভারে ২৩ রান দিলেন প্রসিদ্ধ। ৬ ওভারে ৪৩ রান খরচ করেছেন। ওভার প্রতি দিয়েছেন ৭.১৬ রান।
চাপের মুখে ৭৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ব্রুক। ইংল্যান্ড ১২৮/৫।
রুটের পরের বলেই আউট স্টোকস (শূন্য)। পর পর দু’বলে ২ উইকেট নিলেন সিরাজ। পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন স্টোকসও। ইংল্যান্ড ৮৪/৫।
সিরাজের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট রুট (২২)। ইংল্যান্ড ৮৪/৪।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy