ভারতীয় ক্রিকেট দল। — ফাইল চিত্র।
ইংল্যান্ড ৫৪৪/৭। ক্রিজে রয়েছেন স্টোকস (৭৭) এবং ডসন (২৩)।
সিরাজের সোজা বল খেলতে পারলেন না ওকস। ব্যাটে লেগে স্টাম্প ছিটকে গেল। চার রানে ফিরলেন ওকস।
ইংল্যান্ড ৫২৮-৭।
ইনিংসে প্রথম উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর বলে জেমি স্মিথের ক্যাচ ধরলেন ধ্রুব জুরেল। ৯ রানে আউট স্মিথ। ৫১৫ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ল।
অবশেষে আউট হলেন রুট। জাডেজার বল এগিয়ে খেলতে গিয়েছিলেন। স্টাম্প করলেন জুরেল। ১৫০ রানেই আউট হলেন তিনি।
আরও এক মাইলফলক রুটের। ১৫০ রান করলেন তিনি। ভারতীয় বোলারেরা তাঁকে সমস্যায় ফেলতে পারছেন না।
আউট না হয়েও সাজঘরে ফিরলেন স্টোকস। সম্ভবত পেশিতে টান ধরেছেন তাঁর। ফেরার পথে সামান্য খোঁড়াতে দেখা গেল তাঁকে। ৬৬ রানে সাজঘরে ফিরলেন তিনি। নামলেন জেমি স্মিথ।
ইংরেজ অধিনায়ক ৫০ পার করলেন ধীরগতির ইনিংস খেলে। ৯৮ বলে ৫০ রান করলেন তিনি। বলের পর ব্যাট হাতেও সফল স্টোকস।
ইংল্যান্ড রান কমার কোনও লক্ষণ নেই। এই সেশনেও ১০০-র উপর রান করে ফেলল তারা। রুটের শতরানের পর অর্ধশতরানের সামনে স্টোকসও।
ইংরেজ ব্যাটারকে আটকাতেই পারছেন না ভারতের বোলারেরা। অনায়াসে খেলে চলেছেন তিনি। ১৭৮ বলে শতরান হল তাঁর। টেস্টে ৩৮তম।
ইংল্যান্ড ৪০৮-৪।
ওয়াশিংটনের বলে এগিয়ে খেলতে গিয়েছিলেন ব্রুক। স্টাম্প করে দিলেন জুরেল। ৩ রানে ফিরলেন ব্রুক।
ইংল্যান্ড ৩৪৯-৪।
ওয়াশিংটনের বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট পোপ। তৃতীয় দিনে প্রথম উইকেট ফেলল ভারত। ৭১ রানে আউট পোপ।
ইংল্যান্ড ৩৪১-৩।
একটিও উইকেট ফেলতে পারলেন না বোলারেরা। অনায়াসে রান করে গেল ইংল্যান্ড। দ্বিতীয় সেশনেই লিড নিতে পারে তারা।
ইংল্যান্ড ৩৩২-২।
কম্বোজের বলে এগিয়ে এসে কিপিং করছিলেন জুরেল। পোপের গ্লাভসে লেগে বল গেলেও ধরতে পারলেন না তিনি।
ভারতের বোলিং দেখে মনেই হচ্ছে না তারা উইকেট নিতে পারবে। কম্বোজের বলের গতি ১৩০-ও পেরোচ্ছে না। ইংল্যান্ডে সহজে রান করে চলেছে।
ইংল্যান্ড ২৮১-২।
ভুল বোঝাবুঝি হয়েছিল রুট এবং পোপের মধ্যে। কিন্তু জাডেজার থ্রো উইকেটে লাগল না। আরও একটি উইকেটের সুযোগ হারাল ভারত।
ইংল্যান্ড ২৪৭-২।
সিরাজের বল রুটের পায়ে লেগেছিল। ভারত ডিআরএস নিয়েও সফল হল না। আরও একটি রিভিউ নষ্ট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy