ক্রিকেটকে বলা হয় মহান অনিশ্চয়তার খেলা। মাঝে মাঝেই সে নিজের অনিশ্চয়তার চরিত্রের জানান দেয়। তেমনই এক ঘটনা ঘটল বিগ ক্রিকেট লিগে এমপি টাইগার্স এবং ইউপি ব্রিজ স্টার্স ম্যাচে।
ব্যাট করছিলেন ইউপি ব্রিজ স্টার্সের অধিনায়ক চিরাগ গান্ধী। বোলার ছিলেন এমপি টাইগার্সের পবন নেগি। ভালই খেলছিলেন চিরাগ। তবে পবনের একটি বলে পরাস্ত হন তিনি। বোলার ‘নো’ বলও করেননি। বল লাগে অফ স্টাম্পে। তবু আউট হননি ব্যাটার। বলের আঘাতে অফ স্টাম্প হেলে পড়ে মিডল স্টাম্পের উপর। কিন্তু উইকেটের উপরে থাকা বেল পড়েনি মাটিতে। একটি বেল অফ স্টাম্প এবং মিডল স্টাম্পের উপরেই থেকে যায়। অন্য বেলটি মিডল স্টাম্প এবং লেগ স্টাম্পের উপর স্বাভাবিক অবস্থাতেই থেকে যায়।
আরও পড়ুন:
উইকেট ভাঙলেও বেল মাটিতে না পড়ায় দ্বিধায় পড়ে যান আম্পায়ারেরা। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বেল না পড়লে ব্যাটার আউট হন না। আম্পায়ারেরা জানান চিরাগ আউট হননি। খারিজ হয়ে যায় এমপি টাইগার্সের ক্রিকেটারদের আবেদন। তবে এই ঘটনায় দু’দলের ক্রিকেটারেরা তো বটেই হেসে ফেলেন আম্পায়ারেরাও। পরাস্ত হয়েও অদ্ভুত ভাবে চিরাগের বেঁচে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।