শুক্রবার গুজরাতের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটর খেলতে নেমেছে মুম্বই। তার আগে নিজের ভোল বদলে ফেললেন হার্দিক পাণ্ড্য। নতুন রূপে দেখা গেল তাঁকে। অনেকেই এই রূপের সঙ্গে এক বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের সেই ‘লুক-’এর তুলনা টেনেছেন। তবে কিছু অমিলও রয়েছে।
এ বারের আইপিএলের আগের সব ক’টা ম্যাচে হার্দিককে দেখা গিয়েছে গালভর্তি দাড়ি এবং গোঁফ নিয়ে নামতে। তবে গুজরাত ম্যাচের আগে দাড়ি প্রায় পুরোটাই কেটে ফেলেছেন তিনি। শুধু থুতনির কাছে অল্প কিছু দাড়ি রাখতে। গোঁফটাও ছেঁটে ফেলেছেন অনেকটাই। সব মিলিয়ে নতুন দেখতে লাগছে হার্দিককে।(

(বাঁ দিকে) হার্দিকের টি-টোয়েন্টি বিশ্বকাপের চেহারা। হার্দিকের এখনকার চেহারা (ডান দিকে) ছবি: সমাজমাধ্যম।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে এ ভাবেই নিজের ‘লুক’ বদলে ফেলেছিলেন হার্দিক। সে বার দাড়ি পুরোপুরি কামিয়ে ফেলেছিলেন। তবে গোঁফ রেখেছিলেন। বিশ্বকাপও জিতেছিল ভারত। দু’টি ঘটনার মধ্যে সাদৃশ্য টেনে এ বারও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে, ট্রফি উঠছে হার্দিকের হাতেই।
আরও পড়ুন:
মুম্বই এ দিন একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে হার্দিকের দু’টি রূপ দিয়ে তারা লিখেছে, ‘এই লুক তো কোথাও একটা দেখেছি বলে মনে হচ্ছে’। রূপ বদলের কথা মেনে নিয়েছেন হার্দিকও। ভিডিয়োয় তিনি বলেছেন, “নতুন ম্যাচ। নতুন লুক। ম্যাচের জন্য ফোকাস্ড।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার ৬ বলে ১৬ রান দরকার ছিল। তবে হার্দিক সেই রান বাঁচিয়ে দেন। ম্যাচে ২০ রানে ৩ উইকেট নেন। ভারতও ট্রফি জেতে।