তৃতীয় দিন শতরান করেছিলেন যশ দুবে ও শুভম শর্মা। চতুর্থ দিন শতরান করলেন রজত পাটীদার। তিন ব্যাটারের দাপটে প্রথম ইনিংসে ৫৩৬ রান করল মধ্যপ্রদেশ। প্রথম ইনিংসে মুম্বইয়ের বিরুদ্ধে ১৬২ রানের লিড নিলেন চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে মধ্যপ্রদেশের থেকে ৪৯ রানে পিছিয়ে পৃথ্বী শ, যশস্বী জায়সবালরা।
তৃতীয় দিনের শেষে মুম্বইয়ের থেকে মাত্র ছয় রানে পিছিয়ে ছিল মধ্যপ্রদেশ। চতুর্থ দিন সকালে তাদের মাত্র ৩.২ ওভার লাগল মুম্বইকে টপকে যেতে। দু’দলের রান সমান থাকা অবস্থায় মুম্বইয়ের বোলার মোহিত অবস্তীর বল কভার অঞ্চলে ঠেলে দিয়ে দু’রান নেন রজত পাটীদার। মুম্বইয়ের থেকে এগিয়ে যান তাঁরা। লিড নেওয়ার পরে দেখা যায় সাজঘরে মধ্যপ্রদেশের ক্রিকেটাররা হাত মেলাচ্ছেন। যদিও কোচ চন্দ্রকান্ত কোনও উচ্ছ্বাস দেখাননি। তিনি জানেন, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। তাই জয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করতে রাজি নন তিনি।