বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব তাঁর হাতে। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট দলের কোচের ভূমিকাও পালন করতে হচ্ছে তাঁকে। ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে টেস্ট সফরে যাওয়ায় আয়ারল্যান্ডে ভারতের টি-টোয়েন্টি দলের কোচ হয়ে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে দলকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি।
এক দিন পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল ভারতীয় দল। নজর রাখলেন কোচ লক্ষ্মণ। খেলতে নামার আগে ক্রিকেটারদের পরামর্শও দিলেন তিনি। বিসিসিআই ভারতীয় দলের প্রস্তুতির কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, গোল হয়ে দাঁড়িয়ে দল। পরামর্শ দিচ্ছেন লক্ষ্মণ।
আরও পড়ুন:
Captain @hardikpandya7 and Head Coach @VVSLaxman281 address the huddle on the eve of the first T20I against Ireland.#TeamIndia pic.twitter.com/aLVWAbVf53
— BCCI (@BCCI) June 25, 2022
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অধিনায়ক হিসাবে আইপিএল জেতার পরে এ বার জাতীয় দলেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিরাট কোহলী, রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাওয়ায় দলে বেশ কয়েক জন নতুন ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে।