টি-টোয়েন্টি ক্রিকেটের নিষ্পত্তি হল তৃতীয় সুপার ওভারে। এমনই হাড্ডাহাড্ডি ম্যাচ হল নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় মুখোমুখি হয়েছিল দু’দেশ। সেই ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হল তৃতীয় সুপার ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত জয় পেল নেদারল্যান্ডস।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫২ রান করে নেদারল্যান্ডস। জবাবে নেপাল করে ৮ উইকেটে ১৫২। শেষ ওভারে ১৬ রান তুলে ম্যাচ টাই করেন নেপালের নন্দন যাদব। টাইব্রেক করার জন্য সুপার ওভার হয় নিয়ম অনুযায়ী। একটি নয়। একে একে তিনটি। এই প্রথম পুরুষদের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটের কোনও ম্যাচের নিষ্পত্তি হল একাধিক সুপার ওভারের পর।
প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করে নেপাল। কুশল ভর্তেল দু’টি ছক্কা এবং একটি চার মারেন ড্যানিয়েল ডোরামকে। তোলেন মোট ১৯ রান। জবাবে নেদারল্যান্ডসও করে ১৯। একটি ছক্কা মারেন মাইকেল লেভিট। ওভারের শেষ দু’বলে একটি চার এবং একটি ছয় মারেন ম্যাক্স ও’ডাউড।
প্রথম সুপার ওভারে নিষ্পত্তি না হওয়ায় দ্বিতীয় সুপার ওভারে মুখোমুখি হয় দু’দেশ। এ বার নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে ১৭ রান করে। ললিত রাজবংশীকে দু’টি ছয় মারেন নেদারল্যান্ডসের দুই ব্যাটার ও’ডাউড এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস। জবাবে নেপালও করে ১৭ রান। কাইল ক্লেইনের বলে নেপালের রোহিত পাউডেল একটি ছয় এবং দীপেন্দ্র সিংহ আরিয়া একটি চার মারেন। নিষ্পত্তি না হওয়ায় তৃতীয় সুপার ওভার শুরু হয়।
আরও পড়ুন:
তৃতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করার সুযোগ পায় নেপাল। কিন্তু নেদারল্যান্ডসের জ্যাক লায়ন ক্যাসে নেপালের দুই ব্যাটার রোহিত এবং রূপেশ সিংহকে আউট করে দেন। এই ওভারে কোনও রান তুলতে পারেনি নেপাল। মেডেন ওভার করেন ক্যাসে। জবাবে নেপালের সন্দীপ লামিচেনের প্রথম বলেই ছয় মেরে জয় ছিনিয়ে নেন নেদারল্যান্ডসের লেভিট।