Advertisement
২০ এপ্রিল ২০২৪
Hardik Pandya

Hardik Pandya: বাঘ, সিংহ থেকে ইগল! হার্দিকের শরীরে এক ডজন ট্যাটু, কোনটার কী মানে

হার্দিক পাণ্ড্যর শরীরে এক ডজন ট্যাটু রয়েছে। প্রতিটি ট্যাটুর আলাদা আলাদা অর্থ। কোনটার কী মানে?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১২:৪৩
Share: Save:
০১ ১৪
হার্দিক পাণ্ড্য মাঠে যে ভাবে মেজাজে ব্যাট করেন, মাঠের বাইরেও সেই একই মেজাজে জীবন কাটান। বিলাসবহুল পেন্টহাউস, ফ্ল্যাট, বিদেশি হাতঘড়ি থেকে শুরু করে দামি গাড়ি, কী নেই হার্দিকের কাছে!

হার্দিক পাণ্ড্য মাঠে যে ভাবে মেজাজে ব্যাট করেন, মাঠের বাইরেও সেই একই মেজাজে জীবন কাটান। বিলাসবহুল পেন্টহাউস, ফ্ল্যাট, বিদেশি হাতঘড়ি থেকে শুরু করে দামি গাড়ি, কী নেই হার্দিকের কাছে!

০২ ১৪
বিরাট কোহলী, লোকেশ রাহুলদের মতো শরীরে ট্যাটু করাতে পছন্দ করেন হার্দিক। তাঁর শরীরে সব মিলিয়ে ১২টি ট্যাটু রয়েছে। প্রতিটির আলাদা তাৎপর্য।

বিরাট কোহলী, লোকেশ রাহুলদের মতো শরীরে ট্যাটু করাতে পছন্দ করেন হার্দিক। তাঁর শরীরে সব মিলিয়ে ১২টি ট্যাটু রয়েছে। প্রতিটির আলাদা তাৎপর্য।

০৩ ১৪
হার্দিকের বাঁ হাতের কাঁধের উপর একটি বাঘের ট্যাটু রয়েছে। এই ট্যাটু শক্তি, বুদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। সত্যি তো, ‘পাওয়ারফুল ক্রিকেট’ খেলতে পছন্দ করেন হার্দিক। প্রথম বার অধিনায়কত্ব করতে নেমে গুজরাত টাইটান্সের সৌভাগ্যের প্রতীক হয়েছেন তিনি।

হার্দিকের বাঁ হাতের কাঁধের উপর একটি বাঘের ট্যাটু রয়েছে। এই ট্যাটু শক্তি, বুদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। সত্যি তো, ‘পাওয়ারফুল ক্রিকেট’ খেলতে পছন্দ করেন হার্দিক। প্রথম বার অধিনায়কত্ব করতে নেমে গুজরাত টাইটান্সের সৌভাগ্যের প্রতীক হয়েছেন তিনি।

০৪ ১৪
হার্দিকের বাঁ হাতে কনুইয়ের নীচে একটি ট্যাটু রয়েছে। কোনও পরিস্থিতিতেই হাল না ছেড়ে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয় এই ট্যাটু।

হার্দিকের বাঁ হাতে কনুইয়ের নীচে একটি ট্যাটু রয়েছে। কোনও পরিস্থিতিতেই হাল না ছেড়ে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেয় এই ট্যাটু।

০৫ ১৪
বাঁ হাতে বাঘের ট্যাটুর ঠিক নীচে একটি ট্যাটু রয়েছে হার্দিকের, যার অর্থ সাফল্যের জন্য বেঁচে থাক, নইলে চেষ্টা করতে করতে মারা যাও।

বাঁ হাতে বাঘের ট্যাটুর ঠিক নীচে একটি ট্যাটু রয়েছে হার্দিকের, যার অর্থ সাফল্যের জন্য বেঁচে থাক, নইলে চেষ্টা করতে করতে মারা যাও।

০৬ ১৪
হার্দিকের গলায় কুকুরের পায়ের ছাপের ট্যাটু রয়েছে। অ্যাস্টন ও বেন্টলি নামের দু’টি কুকুর রয়েছে তাঁর। তাদের ভালবেসে এই ট্যাটু করিয়েছেন। ট্যাটুতে লেখা এ (অ্যাস্টন) ও বি (বেন্টলি)।

হার্দিকের গলায় কুকুরের পায়ের ছাপের ট্যাটু রয়েছে। অ্যাস্টন ও বেন্টলি নামের দু’টি কুকুর রয়েছে তাঁর। তাদের ভালবেসে এই ট্যাটু করিয়েছেন। ট্যাটুতে লেখা এ (অ্যাস্টন) ও বি (বেন্টলি)।

০৭ ১৪
হার্দিকের বাঁ কানের নীচে একটি ট্যাটু রয়েছে, যা শান্তির প্রতীক। যে হার্দিক-২ আইপিএলে ছিলেন, তিনি মাঠের ভিতরে ও বাইরে অনেক শান্ত। অহেতুক রাগারাগি করেন না।

হার্দিকের বাঁ কানের নীচে একটি ট্যাটু রয়েছে, যা শান্তির প্রতীক। যে হার্দিক-২ আইপিএলে ছিলেন, তিনি মাঠের ভিতরে ও বাইরে অনেক শান্ত। অহেতুক রাগারাগি করেন না।

০৮ ১৪
ডান হাতে কনুইয়ের নীচে একটি বড় ট্যাটু রয়েছে হার্দিকের। সেখানে এক যোদ্ধার ছবি আঁকা রয়েছে। এর অর্থ, জীবনে সাফল্য পেতে হলে লড়াই করতে হবে। লড়াই করে সাফল্য পেয়েছেন হার্দিকও।

ডান হাতে কনুইয়ের নীচে একটি বড় ট্যাটু রয়েছে হার্দিকের। সেখানে এক যোদ্ধার ছবি আঁকা রয়েছে। এর অর্থ, জীবনে সাফল্য পেতে হলে লড়াই করতে হবে। লড়াই করে সাফল্য পেয়েছেন হার্দিকও।

০৯ ১৪
হার্দিকের বাঁ হাতে একটি ঘড়ির ট্যাটু রয়েছে। সেখানে তাঁর জন্মের সময় আঁকা। মানুষের জীবনে সময়ের গুরুত্ব তুলে ধরে এই ট্যাটু।

হার্দিকের বাঁ হাতে একটি ঘড়ির ট্যাটু রয়েছে। সেখানে তাঁর জন্মের সময় আঁকা। মানুষের জীবনে সময়ের গুরুত্ব তুলে ধরে এই ট্যাটু।

১০ ১৪
ছেলে অগস্ত্যর জন্মের পরে ডান হাতে একটি ট্যাটু করিয়েছেন হার্দিক। সেখানে ছেলের জন্মের তারিখ, একটি গোলাপ এবং বাবার হাত ধরে থাকা এক ছোট্ট ছেলের ছবি রয়েছে। বাবা-ছেলের সম্পর্ককে তুলে ধরে এই ট্যাটু।

ছেলে অগস্ত্যর জন্মের পরে ডান হাতে একটি ট্যাটু করিয়েছেন হার্দিক। সেখানে ছেলের জন্মের তারিখ, একটি গোলাপ এবং বাবার হাত ধরে থাকা এক ছোট্ট ছেলের ছবি রয়েছে। বাবা-ছেলের সম্পর্ককে তুলে ধরে এই ট্যাটু।

১১ ১৪
হার্দিকের বাঁ হাতে ঘড়ির ট্যাটুর পাশে একটি সিংহের ট্যাটুও রয়েছে। সিংহ সাহস ও শৌর্যের প্রতীক।

হার্দিকের বাঁ হাতে ঘড়ির ট্যাটুর পাশে একটি সিংহের ট্যাটুও রয়েছে। সিংহ সাহস ও শৌর্যের প্রতীক।

১২ ১৪
সিংহের ট্যাটুর ঠিক নীচেই একটি ট্যাটু রয়েছে, যেখানে লেখা ‘ফেইথ’, অর্থাৎ আস্থা।

সিংহের ট্যাটুর ঠিক নীচেই একটি ট্যাটু রয়েছে, যেখানে লেখা ‘ফেইথ’, অর্থাৎ আস্থা।

১৩ ১৪
হার্দিকের বুকে একটি ট্যাটু রয়েছে, যেখানে মিডিয়া প্লেয়ারের বিভিন্ন চিহ্ন আঁকা। মিডিয়া প্লেয়ারে যে রকম পজ (থামিয়ে দেওয়া), প্লে (শুরু করা), স্টপ (বন্ধ করা), ফাস্ট ফরোয়ার্ডের (দ্রুত এগিয়ে দেওয়া) বিকল্প থাকে, তেমন ভাবেই জীবনে এগিয়ে যেতে হয়। সেই বার্তা দিচ্ছে এই ট্যাটু।

হার্দিকের বুকে একটি ট্যাটু রয়েছে, যেখানে মিডিয়া প্লেয়ারের বিভিন্ন চিহ্ন আঁকা। মিডিয়া প্লেয়ারে যে রকম পজ (থামিয়ে দেওয়া), প্লে (শুরু করা), স্টপ (বন্ধ করা), ফাস্ট ফরোয়ার্ডের (দ্রুত এগিয়ে দেওয়া) বিকল্প থাকে, তেমন ভাবেই জীবনে এগিয়ে যেতে হয়। সেই বার্তা দিচ্ছে এই ট্যাটু।

১৪ ১৪
হার্দিকের বাঁ হাতে একটি ইগলের ট্যাটু রয়েছে। এই ট্যাটু মুক্তি ও আধ্যাত্মিকতার বার্তা দেয়।

হার্দিকের বাঁ হাতে একটি ইগলের ট্যাটু রয়েছে। এই ট্যাটু মুক্তি ও আধ্যাত্মিকতার বার্তা দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE