টানটান উত্তেজনার পরে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিয়েছে ভারত। আর তার পরেই ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানাতে গিয়ে তুললেন ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ।
রবিবার রাতে খেলা শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’’। তিনি আরও লেখেন, ‘‘ফলাফল একই- ভারত বিজয়ী’’। পহেলগাঁও হামলার পরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের ‘অতীত’ তুলে এ ভাবেই দেশের খেলোয়াড়দের জয়ের জন্য অভিনন্দন জানালেন মোদী। সব শেষে তিনি লেখেন, ‘‘আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।’’
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারত। ভারতীয় সেনাবাহিনীর অভিযানের নামকরণে সায় দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অভিযানে ভারতের ‘সাফল্য’ দাবি করে কেন্দ্র সরকার।
আরও পড়ুন:
-
আবার বদলা ভারতের! এ বার নকল আবরারকে, পাকিস্তানের বোলারকে জবাব দিলেন ভারতের তিন ক্রিকেটার
-
জয়ের তিলক! সূর্যের ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন, পর পর তিন রবিতে পাকিস্তানের বিরুদ্ধে জয়-হ্যাটট্রিক, সহজ লক্ষ্য কঠিন করে এল ট্রফি
-
ক্রিকেট শিখতে যাওয়ার টাকা ছিল না ইলেকট্রিক মিস্ত্রির পুত্রের! সেই তিলকের ব্যাটেই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
রবিবার টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৭ রানে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিয়েছিল। আর তারপরেই ‘অপারেশন সিঁদুর’ অভিযানের স্মৃতি মনে করিয়ে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী।
সম্প্রতি, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত না মেলানো ও ম্যাচের পর পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করায় সূর্যের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান। সেই অভিযোগের শুনানির পর সূর্যের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়।