E-Paper

ভারত-পাক ম্যাচের প্রচার নিয়ে বিতর্ক, কাঠগড়ায় সহবাগ

ভারত-পাকিস্তানের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে এশিয়া কাপে দুই দেশের ম্যাচকে নিয়ে প্রচারমূলক একটি বিজ্ঞাপন দেখানো হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষে। যা নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ০৬:৪১
নিন্দা: তোপ সহবাগকে।

নিন্দা: তোপ সহবাগকে। ছবি: এক্স।

আসন্ন এশিয়া কাপের দ্বৈরথে দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কিন্তু তার আগেই এই ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়ে গেল নতুন বিতর্ক।

ভারত-পাকিস্তানের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে এশিয়া কাপে দুই দেশের ম্যাচকে নিয়ে প্রচারমূলক একটি বিজ্ঞাপন দেখানো হয়েছে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষে। যা নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়। এই বিজ্ঞাপনে আবার রয়েছেন বীরেন্দ্র সহবাগও। ফলে সহবাগও তোপের মুখে পড়েছেন। অনেকেই তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ। ১৪ তারিখ শাহিন শাহ আফ্রিদিদের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই চলছে চর্চা। গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হয় ভারতের তরফে। এমনকি প্রাক্তনদের ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকার করেন শিখর ধাওয়ান, বীরেন্দ্র সহবাগরা। তার পরে দাবি উঠেছিল, এশিয়া কাপেও পাকিস্তানকে বয়কট করুক ভারত। কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্রীড়ানীতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই ভারতের।

কিন্তু ভারত-পাক ম্যাচ নিয়ে সংশ্লিষ্ট চ্যানেলের প্রচার শুরু হতেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। যে আবেগের ছবি দেখানো হয়েছে ওই বিজ্ঞাপনে, তার প্রতিবাদ শুরু হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই বলতে শুরু করেছেন, পহেলগামের ঘটনাকে কী করে ভুলে যাওয়া যায়! অনেকে আবার বলেছেন, এই সহবাগই তো প্রাক্তনদের ম্যাচ খেলার বিরুদ্ধে ছিলেন। তা হলে তিনি কেন আবার এই ভারত-পাক ম্যাচের হয়ে ওকালতি করছেন। কেউ কেউ আবার এক্স হ্যান্ডলে লেখা সহবাগের পুরনো একটা বার্তাও তুলে দিয়েছেন সমাজমাধ্যমে। পহেলগাম ঘটনার পরে সহবাগ লিখেছিলেন, ‘‘আমাদের বাহিনী এমন জবাব দেবে যা পাকিস্তান কখনও ভুলবে না।’’ এই বিজ্ঞাপনে রয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও। ভারতীয় বোর্ডকেও তোপ দেগেছেন সমর্থকরা।

এরই মধ্যে আবার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ অ্যাশলে নফকি। তাঁর মন্তব্য, বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে এশিয়া কাপে আবার পুরনো ছন্দে দেখা যাবে। কোচের কথায়, “মেনে নিচ্ছি আফ্রিদির বলের গতি অনেকটা কমে গিয়েছে। পাশাপাশি অনেক দিন ধরে ও সেরা ছন্দে নেই। বলের গতি আগের জায়গায় আসতে সময় লাগে। আমরা এই নিয়ে কাজ করছি।’’ এও বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আফ্রিদি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে অনেক বল করেছে। আস্তে আস্তে ওর আত্মবিশ্বাস ফিরছে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Virender Sehwag Asia Cup

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy