যথেষ্ট নিরাপত্তা না থাকার কারণ দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি হয়নি ভারত। বাকি দেশগুলি খেলবে পাকিস্তানেই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেও যে পাকিস্তানের নিরাপত্তা ঠিক জায়গায় নেই, তা আবার প্রমাণিত। ভুয়ো পরিচয়পত্র নিয়ে নিরাপত্তার ফাঁক গলে করাচির স্টেডিয়ামে ঢুকে পড়লেন এক ব্যক্তি। তাঁকে পরে গ্রেফতার করা হয়েছে। এ দিকে, স্টেডিয়ামের সৌন্দর্যায়ন করতে গিয়ে অতিরিক্ত খরচ হওয়ায় অর্থকষ্টে ভুগছে পাকিস্তান বোর্ড।
শুক্রবার ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনাল ছিল করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে। তার আগের দিন এক ব্যক্তি ভুয়ো অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন। তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা। ভাল করে পরিচয়পত্র পরীক্ষা করা হয়। দেখা যায় সেটি ভুয়ো। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়।
পাক বোর্ডের এক কর্তা বলেছেন, “ওই ব্যক্তি সাংবাদিক হিসাবে মাঠে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁর কাছে আইসিসি এবং পিসিবি-র ভুয়ো অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়া গিয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে তিনি ভুয়ো পরিচয়পত্র জোগাড় করলেন এবং কেন তিনি সেগুলি দেখিয়ে মাঠে ঢোকার চেষ্টা করছিলেন, তা জানতে স্থানীয় থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।”
আরও পড়ুন:
এ দিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের তিনটি মাঠই নতুন করে সাজিয়েছে পাকিস্তান। সেই বাবদ খরচ ধরা হয়েছিল ১৩০০ কোটি টাকা। দেখা গিয়েছে, অতিরিক্ত ৫০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এই খরচের অনুমোদন দিয়েছে পিসিবি-র বোর্ড অফ গভর্নর্স। সে জন্য অন্য কিছু জায়গায় খরচ কাটছাঁট করা হয়েছে। তাতেও সামাল দেওয়া যাচ্ছে না।