Advertisement
E-Paper

১০ ব্যাটার আউট শূন্য রানে! ৪ রানে শেষ ইনিংস, টি-টোয়েন্টি ম্যাচ দেখে হাসি চাপতে পারলেন না দর্শকেরাও

রাজস্থানে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সিরোহী এবং সীকর। সেই ম্যাচে সিরোহীর ইনিংস শেষ হয়ে যায় ৪ রানে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ২০:২৯
picture of cricket

—প্রতীকী চিত্র।

৪ রানে শেষ দলের ইনিংস! এমনই ঘটনা ঘটল রাজস্থানে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতার অন্যতম দল সিরোহীর ইনিংস ৪ রানে শেষ হওয়ায় কোপ পড়ল নির্বাচকদের উপর। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

জয়পুরে সীকরের মুখোমুখি হয়েছিল সিরোহী। প্রথমে ব্যাট করে সিরোহী। ৪ রান শেষ হয়ে যায় তাদের ইনিংস। এর মধ্যে ২ রান এসেছে অতিরিক্ত হিসাবে। দলের ১০ জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। এক জন ২ রানে অপরাজিত থাকেন। জবাবে সীকর ১ বলে ৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। তাদের এক জন ব্যাটার ১ রান করেন। বাকি ৪ রান এসেছে ওয়াইড থেকে।

সিরোহীর খেলা দেখে হাসি চাপতে পারেননি দর্শকেরাও। এমন হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন ওঠে দল নির্বাচন নিয়ে। কাদের এবং কী দেখে নির্বাচন করা হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয় আয়োজকদের মধ্যেও। ক্ষুব্ধ কর্তারা ম্যাচের পরই সিরোহীর সব নির্বাচককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, রাজস্থানের ৩৩টা জেলা দল নিয়ে হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ।

সিরোহী জেলা ক্রিকেট সংস্থার ক্ষমতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে লড়াই চলছে দুই গোষ্ঠীর। কর্তাদের দ্বন্দ্বে কোনও প্রতিযোগিতা আয়োজন করা যায়নি এই সময়ে। ক্রিকেটারদের অনুশীলনও প্রায় বন্ধ। বলা যায় জেলায় ক্রিকেট খেলাই এক রকম বন্ধ হয়ে গিয়েছে।

T20 Cricket Women Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy