শোনা যাচ্ছে আইপিএলের আগামী নিলামের আগে রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিতে পারে চেন্নাই সুপার কিংস। নতুন করে দল সাজাতে চাইছেন সিএসকে কর্তৃপক্ষ। ক্রিকেটপ্রেমীদের মতো অশ্বিনও বিষয়টি জেনেছেন সাংবাদমাধ্যমের কাছ থেকে। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার চান, তাঁকে সিদ্ধান্তের কথা পরিষ্কার ভাবে জানান দল কর্তৃপক্ষ। তাঁর মতে, আইপিএলের আগামী নিলামে ভাল ভারতীয় ক্রিকেটার পাওয়া কঠিন। সেই সুযোগে ২৫-৩০ কোটি টাকা দাম পেতে পারেন দুই বিদেশি অলরাউন্ডার।
সিএসকেতে নিজের আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা অস্বস্তিকর লাগছে অশ্বিনের। তিনি চান নিলামের যথেষ্ট আগেই তাঁকে জানিয়ে দেওয়া হোক পরিকল্পনা। যত দ্রুত সম্ভব তাঁকে নিয়ে দল কর্তৃপক্ষের ভাবনা জেনে নিতে চান অশ্বিন। সেই মতো নিজের পরিকল্পনা করবেন অশ্বিন। তাঁর আশা, স্বচ্ছতা বজায় রাখবেন সিএসকে কর্তৃপক্ষ। ঘনিষ্ঠ মহলে অভিজ্ঞ অফস্পিনার এমনই বলেছেন বলে দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। অশ্বিন অবশ্য সরাসরি মুখ খোলেননি এ ব্যাপারে।
গত নিলামে অশ্বিনকে ৯ কোটি ৭৫ লাখ টাকা খরচ করে কিনেছিল চেন্নাই। তাঁকে ন’টার বেশি ম্যাচ খেলাতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনিরা। সেই ম্যাচগুলোতেও অশ্বিনের পারফরম্যান্স খুব একটা সম্তোষজনক ছিল না। ৪০.৪২ গড়ে নিয়েছিলেন ৭ উইকেট। ওভার প্রতি খরচ করেছিলেন ৯.১২ রান। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বা আইপিএলে সব মিলিয়ে অশ্বিনের বোলিং পরিসংখ্যান এর চেয়ে অনেক ভাল। তাই অশ্বিনকে ছেড়ে দিয়ে পরের নিলামের জন্য টাকার সংস্থান করতে চাইছেন সিএসকে কর্তারা। শুধু অশ্বিনকে নয়, দলের ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে প্রায় সাড়ে ৩৪ কোটি টাকার সংস্থানের পরিকল্পনা করেছেন সিএসকে কর্তৃপক্ষ। তাঁদের লক্ষ্য টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত তরুণ ক্রিকেটারেরা। ভাল ভারতীয় অলরাউন্ডারের খোঁজেও রয়েছেন তাঁরা।
অন্য দিকে, নিজের হিন্দি ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’এ অশ্বিন বলেছেন, আইপিএলের আগামী নিলামে ভাল দাম পেতে পারেন বিদেশি অলরাউন্ডারেরা। তাঁর বক্তব্য, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে দলগুলো খুব একটা ঝুঁকি নিতে চাইবে বলে মনে হয় না। কারণ সেরা ভারতীয়েরা কোনও না কোনও দলে রয়েছে। কয়েক জন তরুণ ক্রিকেটারের দিকে নজর থাকতে পারে দলগুলোর। ফলে বিদেশি অলরাউন্ডারদের দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে দলগুলো। কারও দাম ২৫ বা ৩০ কোটি উঠলেও অবাক হবেন না তিনি।
অশ্বিনের মতে, অস্ট্রেলিয়ার দুই অলরাউন্ডার মিচেল ওয়েন এবং ক্যামেরন গ্রিনকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে আইপিএলের দলগুলোর মধ্যে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন লখনউ সুপার জায়ান্টসের জোরে বোলার ময়ঙ্ক যাদব। তাঁকে ১১ কোটি টাকায় ধরে রাখা হলেও চোটের জন্য দুটোর বেশি ম্যাচ গত বার খেলতে পারেননি। তাঁকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অশ্বিন।
আরও পড়ুন:
শোনা যাচ্ছে সঞ্জু স্যামসন আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে চান না। তাঁকে নিতে আগ্রহী সিএসকে এবং কলকাতা নাইট রাইডার্স। আবার দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুলকেও কিনতে চান কেকেআর কর্তৃপক্ষ। এই দুই সম্ভাবনার দিকে নজর রাখছেন অশ্বিন। আর তাঁরা আবার নিলামে নাম লেখালে প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারেন বলে মত অশ্বিনের।